উন্নত জীবনে ‘প্রয়োজন’ উচ্চগতির ইন্টারনেট

৭৫ কোটি ডলারের তহবিল ঘোষণার মাধ্যমে কানাডার সব অধিবাসীকে দেওয়া হবে অন্তত সেকেন্ডে ৫০ মেগাবিটস গতির ইন্টারনেট সেবা। এমন দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রয়োজনীয়, বুধবার এমনটাই জানিয়েছে কানাডার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2016, 12:26 PM
Updated : 24 Dec 2016, 12:26 PM

এক সংবাদ সম্মেলনে সিআরটিসি চেয়ারম্যান জঁ-পিয়ের ব্লেইস বলেন, “ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া গুরুত্বপূর্ণ ও সব কানাডীয়র পাওয়ার অধিকার রয়েছে এমন একটি মৌলিক টেলিযোগাযোগ সেবা। কানাডীয়দের উন্নত জীবন ও কানাডার অর্থনৈতিক উন্নতির জন্য উন্নত ও নির্ভরযোগ্য সংযোগ প্রয়োজনীয়।”

টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ছয় মাসের মধ্যে কিস্তি পরিকল্পনা দিতেও আদেশ দিয়েছে কমিশন।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কানাডার ১২ মিলিয়ন বাসাবাড়ির অধিকাংশই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত। আর ১৮ শতাংশ অধিবাসী ডায়াল-আপ বা ধীরগতির ইন্টারনেট ব্যবহার করছেন। ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে ধীরগতির ইন্টারনেট একটি বাধা বলেও জানান ব্লেইস।  

সিআরটিসি চায় ২০২১ সালের মধ্যে ৯০ শতাংশ কানাডীয় অধিবাসী দ্রুতগতির ইন্টারনেট অ্যাকসেস পাবেন। এ জন্য সামনের পাঁচ বছরের মধ্যে ৭৫ কোটি ডলারের ওই তহবিল খরচ করা হবে।