ভারতে তৈরি হবে অ্যাপল পণ্য

ভারতে স্থানীয়ভাবে পণ্য তৈরির জন্য দেশটির সরকারের সঙ্গে কথা বলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 12:17 PM
Updated : 20 Dec 2016, 12:17 PM

বর্তমানে স্মার্টফোনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বাজার বিবেচনা করা হয় ভারতকে। আর সে কারণেই দেশটিতে নিজেদের ব্যবসা বাড়ানোর লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে রয়টার্স।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র নেতৃত্বে ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে দেশটিতে প্রযুক্তিপণ্য উৎপাদন বাড়ানোর প্রয়াশ করা হচ্ছে। চলতি বছরের জুনে দেশটিতে নতুন আইন করা হয় যে তিন বছরের জন্য বিদেশি বিক্রেতা প্রতিষ্ঠানের স্টোরগুলোতে বিক্রিত পণ্যের ৩০ শতাংশ ভারতে উৎপাদিত পণ্য হতে হবে।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয় চলতি বছরের নভেম্বরে অ্যাপল ফেডারেল সরকারের কাছে উৎপাদনের খসড়া প্রকাশ করেছে এবং আর্থিক সুবিধা চেয়েছে। তবে এ বিষয়ে সরকারি প্রতিনিধির কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদন শুরু করতে পারলে সেখানে অ্যাপল স্টোর খুলতে পারবে প্রতিষ্ঠানটি। ভারতের স্মার্টফোন বাজারের দুই শতাংশ রয়েছে অ্যাপলের দখলে।