তৃতীয় প্রান্তিকে আয় কমেছে উবার -এর

বছরের তৃতীয় প্রান্তিকে এসে ৮০ কোটি মার্কিন ডলার বেশি ক্ষতির মুখে পড়েছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2016, 11:07 AM
Updated : 20 Dec 2016, 11:07 AM

সোমবার বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয় এই ৮০ কোটি ডলারের ক্ষতির মধ্যে প্রতিষ্ঠানটির চীনা কার্যক্রম অন্তর্ভূক্ত নয়। অর্থাৎ চীনের হিসাব বাদেই এই ক্ষতির হিসাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে, রয়টার্স।

বছরের এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির সর্বমোট আয় বলা হয়েছে ১৭০ কোটি মার্কিন ডলার। এর আগের প্রান্তিকে আয় ছিল ১১০ কোটি।

ব্লুমবার্গ জানায় ২০১৬ অর্থ বছরে সাড়ে পাঁচশ কোটি মার্কিন ডলার আয়ের পথেই রয়েছে উবার।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগের সপ্তাহেই ভাড়া করা গাড়ি সহজে খুঁজে পেতে গ্রাহককে সহায়তা করতে নতুন কালার-কোডেড সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানটি।

গ্রাহককে তার পছন্দের রঙ অনুযায়ী উবার লোগো দেখাবে নতুন এই সিস্টেম। কোনো গ্রাহক অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করে ফোন থেকে তার পছন্দের একটি রঙ বাছাই করে দিতে পারবেন। সেক্ষেত্রে গাড়িটি ঐ রঙের উবার লোগো গাড়ির সামনের কাঁচের উপর দেখাবে।