এবার সুড়ঙ্গ খননে মাস্ক!

শনিবার দীর্ঘ সময় যানজটে বসে থেকে বেশ বিরক্তই হয়ে গিয়েছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক আর তারই বহিঃপ্রকাশ দেখা গেল তার টুইটার নিউজফিডে। সেখানেই তিনি যানজটের মধ্যে সড়কের নীচ দিয়ে সুরঙ্গ খননের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ঘোষণা দেন।

রিফাত আহসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2016, 01:20 PM
Updated : 18 Dec 2016, 01:20 PM

তিন ঘণ্টার ব্যবধানে পর পর চারটি টুইট করেন মাস্ক। প্রথম টুইটে তিনি বলেন, “যানজট আমাকে পাগল করে দিচ্ছে। আমি একটি সুরঙ্গ খননকারী মেশিন তৈরি করতে যাচ্ছি এবং খনন শুরু করতে যাচ্ছি।“ তার এক ঘণ্টা পর তিনি লিখেন “এটার নাম হবে দ্য বোরিং কোম্পানি।” আর তার এক ঘণ্টা পর স্বল্প সময়ের ব্যবধানে দুইটি টুইট করেন তিনি যেখানে তিনি বলেন “বিরক্তিকর, আমরা কি করি” এবং “আমি আসলেই এটা করতে যাচ্ছি।“

এই ধরনের নিত্যনতুন ধারণার জন্য ইলন মাস্কের জুড়ি নেই, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে। হাইপারলুপের মতো ধারণা দিয়ে বারবারই আলোচনায় এসেছেন মাস্ক।