ক্যালিফোর্নিয়ায় শুরুতেই বন্ধ উবারের স্বচালিত সেবা

অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান উবার-কে স্যান ফ্রানসিসকো-তে যাত্রীদের জন্য স্বচালিত গাড়ি সেবা দেওয়া বন্ধ করতে বলা হয়েছে। এই সেবা চালুর কয়েক ঘণ্টা পরই এই ঘোষণা এল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 02:35 PM
Updated : 15 Dec 2016, 02:35 PM

যত দ্রুত এই সম্ভব এই সেবা বন্ধ করতে হবে ও সরকারি অনুমতি নিতে হবে, নাহলে প্রতিষ্ঠানটিকে আইনের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রকরা।

এ নিয়ে প্রতিষ্ঠানটিকে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বিবিসি।

বুধবার ক্যালিফোর্নিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “যদি উবার এই সেবা বন্ধের বিষয়টি এখনই নিশ্চিত না করে আর পরীক্ষামূলক অনুমতি না চায় তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উবার-এর প্রযুক্তি উন্নয়ন প্রধান অ্যান্থনি লেওয়ানডস্কি এক ব্লগ পোস্টে ওই অঙ্গরাজ্যে স্বচালিত গাড়ি চালানোর অনুমতি দেওয়া উচিৎ কিনা তা নিয়ে একটি ‘বিতর্কের’ সূত্র দিয়েছেন। উবারের সব গাড়িতেই প্রয়োজনে জরুরী নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একজন চালক থাকেন বলেও জানিয়েছেন তিনি।