মামলা তুলে মীমাংসায় টেসলা ও গ্রাহকদল

আদালতের বাইরেই নরওয়ের ১২৬ জন গ্রাহকের সঙ্গে মীমাংসা পৌঁছেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। বিপনণের সময় প্রতিষ্ঠানের করা অঙ্গীকারের সঙ্গে গাড়ির পারফরমেন্স মেলেনি বলে অভিযোগ করেছিলেন এই গ্রাহকরা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2016, 02:51 PM
Updated : 12 Dec 2016, 02:51 PM

উভয়পক্ষের আইনজীবীরা অসলো জেলা আদালতকে পাঠানো এক যৌথ চিঠিতে এক সপ্তাহের মধ্যে মামলা তুলে নেওয়ার ইচ্ছাপোষণ করেছেন, জানিয়েছেন আদালতের এক মুখপাত্র।

গাড়ি মালিকদের এই মামলা নিয়ে লড়ছিল অসলোভিত্তিক আইন প্রতিষ্ঠান উইকবোর্গ রেইন। এই প্রতিষ্ঠানের ক্যাসপার নিগার্ড রয়টার্স-কে জানান,  একটি মীমাংসা হয়ে গেছে এবং এই মামলা নিষ্পত্তি পেয়েছে।

ক্যাসপার নিগার্ড এই মীমাংসার বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

নরওয়েভিত্তিক ব্যবসায় দৈনিক ড্যাগেনস নায়েরিংস্লিভ জানান, রোববার টেসলা প্রতি গাড়ি মালিককে ৬৫ হাজার নরওয়েইজিয়ান ক্রোন প্রদানে সম্মত হয়েছে, অংকটা তাদের দাবির প্রায় অর্ধেক। এই অর্থে রাজী না হলে তাদেরকে বিকল্প অপশন হিসাবে গাড়ি আপগ্রেড করার সুযোগ দেওয়া হয়েছে।

রয়টার্স-এর অনুরোধের জবাবে টেসলা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

টেসলার মডেল এস পি৮৫ডি গাড়ি নিয়ে মামলার সূত্রপাত। গাড়ি মালিকদের দাবি ছিল, টেসলার বলা অর্শ্বক্ষমতার চেয়ে  গাড়িটির ক্ষমতা কম। প্রতিষ্ঠানটি এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল।