প্র্যাংক ভিডিও, চললেই বন্ধ আইফোন

বিশেষ ভিডিও লিংক, আইফোন দিয়ে দেখার সময় এটি আইফোনের গতি ধীর করতে থাকে আর এক পর্যায়ে আইফোন ক্র্যাশ করে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 05:06 PM
Updated : 22 Nov 2016, 05:06 PM

সর্বশেষ আইফোন ‘ক্র্যাশ প্র্যাংক’-এ এই ভিডিও লিংক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা উইবো’র বানানো ভিডিও শেয়ারিং অ্যাপ মিয়াওপাই-এ থাকা এই ভিডিও আইফোনের ভিডিও প্লেয়ারে সাধারণভাবেই চালু হয়। একবার ভিডিওটি চলা শেষ হওয়ার পর, আইফোনকে বন্ধ করে দিতে এটি সময় নেয় এক মিনিট। আর এরপর আইফোনটি চালু করতে আরেকটি ‘ফোর্সড রিবুট’ দিতে হয়। 

অনেক মানুষই এই বিষয় সম্পর্কে জানেন না, বলা হয়েছে ব্রিটিশ দৈনিকটির প্রতিবেদনে।

আইওএস ৫ পর্যন্ত অপারেটিং সিস্টেমগুলোকে আক্রমণ করতে পারে এই বাগ, আর ডিভাইস সংস্করণের ক্ষেত্রে এর আক্রমণের আওতায় আছে আইফোন ৪ থেকে আইফোন ৭ পর্যন্ত। আইফোন বা অপারেটিং সিস্টেম যত পুরানো হবে, বাগটি তত দ্রুত কাজ করবে।

এই কারণে আইফোন বন্ধ হয়ে গেলে একেবারে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই, তা একবারে বন্ধ হয়ে যাচ্ছে না। একটি ‘সফট রিসেট’ বা ‘ফোর্সড রিবুট’-এর মাধ্যমে আইফোনটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এ জন্য আইফোন ৭ বা ৭ প্লাস ব্যবহারকারীদের ডিসপ্লে-তে অ্যাপল লোগো দেখা না যাওয়া পর্যন্ত পাওয়ার বাটন ও ভলিউম কমানোর বাটন একসঙ্গে চেপে ধরে রাখতে হবে। আর আগের আইফোনগুলোতে ডাউন ভলিউম বাটনের জায়গায় ধরতে হবে হোম বাটন। রিবুট হয়ে গেলে আইফোন আবার আগের জায়গায় ফিরে আসবে।