প্যানাসনিকের ফোনই ‘অনুবাদক’

ব্যবহারকারীর কণ্ঠকে একাধিক ভাষায় অনুবাদ করে দেবে মোবাইল ফোন, এমন নতুন এক ফোন এনেছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2016, 01:58 PM
Updated : 19 Nov 2016, 01:58 PM

জাপানে বাড়তে থাকা বিদেশি পর্যটকদের সঙ্গে কীভাবে সহজে আলাপ করা যায় তা নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো উপায় খুঁজছে বলে জানায় প্রযুক্তি সাইট ভার্জ। এবার এই সমাধান নিয়ে আসার ধারণাই প্রকাশ করেছে প্যানাসনিক।

জাপানি ভাষায় ‘মেগাহোনইয়াকু’ নামের এই ফোনটিতে জাপানি ভাষায় কোনো ইনপুট দেওয়া হলে, এটি জাপানি, চীনা আর কোরিয়ান ভাষায় তা অনুবাদ করে শোনাবে। ‘মেগাফোন’ আর ‘অনুবাদ’ এই দুটি শব্দের জাপানি রূপের মিলেই দেওয়া হয়েছে এই ফোনটির নাম। তবে, একেই এই সমস্যার পুরো সমাধান ধরা যাবে না। প্যানাসনিক এতে প্রায় তিনশ’ বাক্যাংশ দেওয়া হয়েছে। কিন্তু ফোনটি যাতে আরও বাক্যাংশ নিতে পারে সেজন্য এতে ইন্টারনেটে যুক্ত হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

ফোনটিতে একটি টাচস্ক্রিনও রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যবহাকারীরা পুরো ‘কথা বলা’ বিষয়টি বাইপাস করতে পারবেন।

২০১৮ অর্থবছরের মধ্যে ১০ হাজার ব্যবসায় গ্রাহক সুরক্ষিত করার লক্ষ্য নিয়েছে।