ফের 'হ্যাকের শিকার' জাকারবার্গ
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2016 07:51 PM BdST Updated: 16 Nov 2016 07:51 PM BdST
-
ছবি- রয়টার্স
ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার দাবি করেছে একটি হ্যাকিং দল, জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
সাইটটি জানায়, মঙ্গলবার আওয়ারমাইন নামের একটি হ্যাকিং দল এক মেইলে জাকারবার্গের পিনটারেস্ট অ্যাকাউন্টকে হ্যাকের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টের ছবি বদলে সেখানে নতুন একটি ট্যাগলাইন আর হ্যাকার দলটির ওয়েব অ্যাড্রেস দেওয়া হয়েছে।
এই ঘটনার পর জাকারবার্গের পিনটারেস্ট অ্যাকাউন্টটিতে জীবনী অংশে লেখা ছিল, "চিন্তা করবেন না, আমরা শুধু আপনার নিরাপত্তা পরীক্ষা করছি।" পরবর্তীতে এই পরিবর্তন সরানো হয়।
কীভাবে এই হ্যাক করা হয়েছে তা নিয়ে দলটি কিছু না জানালেও, এ ক্ষেত্রে ফাঁস হওয়া ডেটাবেইসগুলো ব্যবহার করা হয়নি বলে জানানো হয়েছে।
আওয়ারমাইন হ্যাকিং দলটি প্রতিষ্ঠান প্রধান আর প্রযুক্তি কর্মকর্তাদের মতো 'হাই-প্রোফাইল' ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলোতে নিজেদের দলের নাম আর একটি কনটাক্ট ডেটাবেইস দেওয়ার জন্য পরিচিত। এ ক্ষেত্রে দলটির আশা হ্যাকের শিকার হওয়া ব্যক্তিরা তাদের কাছে নিরাপত্তা পরামর্শ চাইবে, আর তাদের গ্রুপের ওয়েবসাইট থেকে এই সেবা দেওয়া হয় বলেও দাবি তাদের।
ওই মেইলে জাকারবার্গের টুইটার অ্যাকাউন্টের ইউজারনেইম আর পাসওয়ার্ডও পাঠানো হয়, কিন্তু 'সুস্পষ্ট কারণে' তা প্রকাশ করা হয়নি- নিজেদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সিনেট।
দলটি জানিয়েছে, তারা জাকারবার্গের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছে- এ বিষয়টি প্রথমবার নজরে আসার পরই ফেইসবুক প্রধান টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করেন। ওই অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নাম্বারও আওয়ারমাইন পাঠিয়েছে বলে দাবি সাইটটির। চলতি বছর জুনে এই দলটিই পিনটারেস্ট, টুইটার, লিংকডইন ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আক্রমণ করেছিল।
আওয়ারমাইন-এর পাঠানো বিস্তারিত তথ্য হ্যাকিং আইন লঙ্ঘন না করে যাচাই করা যাবে না বলেও জানিয়েছে সাইটটি।
এর আগে জাকারবার্গ ছাড়াও গুগল প্রধান সুন্দর পিচাই আর উবার প্রধান ট্র্যাভিস কালানিক-এর অ্যাকাউন্ট হ্যাকের দাবি করেছিল দলটি।
এ নিয়ে অনুরোধ করা হলেও জাকারবার্গ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি বলেও জানিয়েছে সিনেট।
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’