টেসকো হ্যাক: চুরি হয়েছে ২৫ লাখ পাউন্ড

যুক্তরাজ্যের টেসকো ব্যাংক হ্যাকের ঘটনায় হ্যাকাররা ২৫ লাখ পাউন্ড চুরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2016, 01:34 PM
Updated : 15 Nov 2016, 01:34 PM

এই সাইবার অপরাধের বিবরণ প্রকাশে টেসকো ব্যাংক বরাবরই অস্বীকৃতি প্রকাশ করছে বলে জানিয়েছে বিবিসি।  প্রতিষ্ঠানটি জানায় অপরাধের তদন্ত চলাকালীন তথ্য দেওয়া সম্ভব নয়।

ব্রিটিশ সাপ্তাহিক সানডে টাইমস এই চুরি স্মার্টফোনের মাধ্যমে হয়েছে আর তা পরিচয়হীন লেনদেনের সঙ্গে জড়িত বলে মত দিয়েছে।

এ দিকে, এই প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ নিয়ে কিছু সমস্যা আছে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান। যদিও টেসকো এই মন্তব্য এড়িয়ে গিয়েছে। আরেক সাইবার নিরাপত্তা সেবাদাতা ইসরায়েলি প্রতিষ্ঠান সাইবারনিট জানিয়েছে, তারা 'ব্রাট ফোর্সড' নামের একটি টুল নিয়ে আলোচনা খুঁজে পেয়েছে, যার মাধ্যমে টেসকোর অ্যাকাউন্টে প্রবেশ করা যায় এবং এর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটি পাসওয়ার্ড কাজ না করবে ততক্ষণ টেসকোর লগইন এবং পাসওয়ার্ড পরীক্ষা করা সম্ভব। প্রতিষ্ঠানটি জানায়, ব্যাংকটি আক্রমণ ঠেকানোর জন্য বারবার পদক্ষেপ নিয়েছে কিন্তু হ্যাকাররা এই নিরাপত্তা বাইপাস করতে সমর্থ হয়েছেন।

সাইবারনিট-এর ভাইস প্রেসিডেন্ট এলাডবেন-মেয়ার বিবিসি কে জানান, "এটি একটি ইঁদুর বিড়াল খেলা, আমরা আসল আক্রমণের থেকে দুই মাস আগে সেপ্টেম্বর মাস থেকেই একটি ইঙ্গিত পেয়েছিলাম।”