'ট্রাম্প প্রভাব' নিউ জিল্যান্ডের সাইটেও

কানাডার পর নিউ জিল্যান্ডের অভিবাসন সংস্থার ওয়েবসাইটেও পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রভাব। সাইটটিতে হঠাতই বেড়ে গেছে ডেটা ট্রাফিক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2016, 11:57 AM
Updated : 10 Nov 2016, 11:57 AM

ইমিগ্রেশন নিউ জিল্যান্ড (আইএনজেড) জানিয়েছে, তাদের ওয়েবসাইটে ২৪ ঘণ্টা সময়ে ৫৬৩০০ ভিজিট হয়েছে। সাইটটিতে প্রতিদিন গড়ে ২৩০০ ভিজিট হয়ে থাকে, সে হিসেবে বৃদ্ধির পরিমাণ ২৫০০ শতাংশ বলে জানিয়েছে বিবিসি। 

বুধবার কানাডার অভিবাসন সংস্থার ওয়েবসাইট উচ্চমাত্রার ডেটা ট্রাফিকের কারণে ক্র্যাশ করে। 

একই ধরনের চাপের সম্মুখীন হতে হয়েছে নিউ জিল্যান্ডে থাকা, কাজ করা, শিক্ষা, বিনিয়োগ ইত্যাদি নিয়ে তথ্য প্রদান করা সাইট ‘নিউ জিল্যান্ড নাও’-কেও।

আইএনজেড-এর বিপনণ ব্যবস্থাপক গ্রেগ ফোর্সিথে বলেন, "বুধবার স্থানীয় সময় (নিউ জিল্যান্ড) সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এনজেড নাও-এ যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৭০ হাজার ভিজিট হয়েছে, সাধারণত সাইটটিতে দৈনিক ভিজিটের সংখ্যা গড়ে দেড় হাজার।"

যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে অনেক মার্কিনি নিউ জিল্যান্ডে চলে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানায় বিবিসি। তবে, দেশটির সবাই মার্কিনিদের সাদরে গ্রহণ করবে বলে ধারণা করছে না সংবাদমাধ্যমটি।

ফোর্সিথে জানান, ২৪ ঘণ্টায় ৭২৮৭ জন মার্কিনির নিবন্ধন জমা পড়েছে, যেখানে সাধারণ দিনে গড়ে তিন হাজার নিবন্ধন হয়ে থাকে। তবে, এগুলো শুধু আগ্রহ প্রকাশের জন্য নিবন্ধন করা, ভিসার আবেদন নয় বলেও জানিয়েছেন তিনি।