দাম কমলো ম্যাকবুক প্রো ডঙ্গল-এর

ম্যাকবুক প্রো এর কানেক্টিং ডিভাইস ডঙ্গল-এর দাম কমিয়েছে অ্যাপল। শুক্রবার অ্যাপল এই মূল্যহ্রাসের ঘোষণা দেয় এবং বছরের শেষ পর্যন্ত এই অফার চলবে বলে জানায়।

তাহমিন আয়শা মুর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2016, 12:05 PM
Updated : 5 Nov 2016, 12:06 PM

খবর প্রকাশের আগের সপ্তাহেই নতুন এলজি মনিটরের দামও ২৫ শতাংশ কমিয়েছে অ্যাপল। ডিসেম্বরে বাজারে আসার পর এলজি আলট্রা ফাইন ৫কে মনিটরের মূল্য হবে ৯৭৪ মার্কিন ডলার। বছর জুড়ে এলজি আলট্রা ফাইন ৪কে মনিটরের মূল্য ছিল ৫২৪ ডলার।

নতুন ম্যাকবুক প্রো থেকে প্রচলিত ইউএসবিসহ অন্যান্য সকল পোর্ট সরিয়ে নিয়েছে অ্যাপল। এমন পদক্ষেপে বেশ বিরক্তি প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারীই। ম্যাকবুক প্রো-এর নতুন সংস্করণে টাচ স্ক্রিনের পরিবর্তে টাচবার যোগ করেছে অ্যাপল। চার বছরের মধ্যে ম্যাকবুকের নকশায় আনা সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন বলা হচ্ছে এটি।

সৃজনশীল পেশাদাররা বহু প্রচেষ্টার পর হালকা ও পাতলা করতে পেরেছেন এই ডিভাইসকে। তবে, ইউএসবি পোর্ট বাতিলের জন্য অ্যাপল বহু গ্রাহক হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডঙ্গল-এর দাম প্রায় ৫২ শতাংশ কমিয়েছে প্রতিষ্ঠানটি। আগে যেটির দাম ছিল ১৯ মার্কিন ডলার বর্তমানে সেটির মূল্য মাত্র নয় ডলার।

অ্যাপল জানিয়েছে ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টর বা ইউএসবি-সি চার্জ কেবল এই অফারের অন্তর্ভুক্ত নয়।

সংক্ষেপে নতুন মূল্য তালিকাঃ

•      ইউএসবি-সি থেকে ইউএসবি অ্যাডাপ্টরের মূল্য ১৯ থেকে এখন ৯ ডলার

•      থান্ডারবোল্ট ৩ থেকে থান্ডারবোল্ট ২ অ্যাডাপ্টারের মূল্য ৪৯ থেকে এখন ২৯ ডলার

•      ইউএসবি-সি লাইটনিং কেবল (১মি)-এর মূল্য ২৫ থেকে এখন ১৯ ডলার

•      ইউএসবি-সি লাইটনিং কেবল (২মি)-এর মূল্য ৩৫ থেকে এখন ২৯ ডলার

•      স্যানডিস্ক এক্সট্রিম প্রো এসডি কার্ড রিডারের মূল্য ৪৯ থেকে এখন ২৯ ডলার