পিএস৪ প্রো-তে আসছে যে গেইমগুলো

চলতি বছর ১০ নভেম্বর থেকে নতুন প্লেস্টেশন৪ প্রো-এর বিক্রি শুরু করবে জাপানি ইলেকট্রনিকস জায়ান্ট সনি। এর সঙ্গে কী কী গেইম আপডেট করা ছাড়া হবে তার তালিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 04:58 PM
Updated : 4 Nov 2016, 04:58 PM

পিএস৪ প্রো, ৪কে রেজুলিউশন আর এইচডিআর কনটেন্ট সমর্থন করে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

যে গেইমগুলো খেলা যাবে নতুন এই কনসোলে-

  • ব্যাটলফিল্ড ১
  • ব্যাটলজোন
  • বাউন্ড
  • কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩
  • কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার রিমাস্টার্ড
  • ডিউস এক্স: ম্যানকাইন্ড ডিভাইডেড
  • ড্রাইভক্লাব ভিআর
  • ইএ স্পোর্টস ফিফা ১৭
  • ফায়ারওয়াচ
  • হেলড্রাইভারস
  • হিটম্যান
  • হাসল কিংস
  • ইনফ্যামস ফার্স্ট লাইট
  • ইনফেমাস সেকেন্ড সান
  • ন্যাক
  • মাফিয়া ৩
  • মিডল-আর্থ: শ্যাডো অফ মিরর
  • প্যারাগন
  • প্লেস্টেশন ভিআর ওয়ার্ল্ডস
  • ট্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক
  • রেজ ইনফিনিট
  • রিগস মেকানিজড কমব্যাট লিগ
  • রাইজ অফ দ্য টম্ব রেইডার
  • রবিনসন: দ্য জার্নি
  • স্মাইট
  • সুপার স্টারডাস্ট আল্ট্রা
  • দ্য এল্ডার্স স্ক্রলস অনলাইন: ট্যামরিয়েল আনলিমিটেড
  • দ্য এল্ডার্স স্ক্রলস অনলাইন: স্কাইরিম স্পেশাল এডিশন
  • দ্য লাস্ট অফ আস: রিমাস্টার্ড
  • দ্য লাস্ট অফ আস: লেফট বিহাইন্ড
  • দ্য প্লেরুম ভিআর
  • টাইটানফল ২
  • টাম্বল
  • আনচারটেড ৪: এ থিফ'স এন্ড
  • আনটিল ডন: রাশ অফ ব্লাড
  • ভাইকিং স্কোয়াড
  • হুইলস অফ অরেলিয়া
  • ওয়ার্ল্ড অফ ট্যাংকস
  • এক্সকম ২