সাইবার নিরাপত্তায় ব্রিটেনের শতকোটি পাউন্ড

সাইবার নিরাপত্তা সুরক্ষা বাড়াতে ১৯০ কোটি পাউন্ড বিনিয়োগ করবে যুক্তরাজ্য। দেশটির ট্রেজারি থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2016, 02:01 PM
Updated : 1 Nov 2016, 02:01 PM

দেশটির নতুন সাইবার সিকিউরিটি স্ট্যাগ টেজি ব্রিটিশ ব্যবসায় প্রতিষ্ঠান আর অনলাইনে থাকা নাগরিকদের রক্ষায় সহায়তা করতে স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে তহবিল যোগাবে। সেই সঙ্গে সাইবার হামলা রুখতে দেশটির সাইবার কর্মীসংখ্যাও বাড়ানো হবে, জানিয়েছে রয়টার্স।

গুরুত্বপূর্ণ শক্তি ও যোগাযোগ খাতের জাতীয় অবকাঠানো, সাধারণ জনগণের সাইবার নিরাপত্তা দূর্বল করে দেয় এমন সংযুক্ত ডিভাইসের সংখ্যা যখন বিশ্বে বাড়ছে, তখন ব্রিটেনকে রক্ষা করতে নতুন এই তহবিল কীভাবে সহায়তা করবে তা নিয়ে পরিকল্পনা দিবেন হ্যামন্ড।

সামনের পাঁচ বছরে নতুন এই বিনিয়োগ করা হলে, তা ২০১১ থেকে ২০১৬ সালে এই খাতে করা বিনিয়োগের থেকে দ্বিগুণ হবে।

নতুন সাইবার পরিকল্পনার অংশ হিসাবে দেশটির সরকার নতুন একটি সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট স্থাপন করতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ আর শেলটেনহ্যাম-এর একটি উদ্ভাবনী কেন্দ্র সাইবার স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো সহায়তায় একত্রে আনা হবে।