ইয়াহু ক্রয়ে 'ছাড় চায়' ভেরাইজন

৪৮০ কোটি ডলারের বিনিময়ে ইয়াহু কেনার অনিষ্পন্ন চুক্তিতে শতকোটি ডলারের ছাড় চাচ্ছে ভেরাইজন, বিভিন্ন সূত্রের বরাতে এ খবর জানায় মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2016, 02:30 PM
Updated : 7 Oct 2016, 02:30 PM

অন্যদিকে, ইয়াহু'র দল এই মূল্য কমাতে যে কোনো আলোচনার চেষ্টা ঠেকাতে শক্ত অবস্থান নিয়ে আছে বলেও ওই দৈনিক জানিয়েছে।

সেপ্টেম্বরে ইয়াহু জানায়, ২০১৪ সালে এক হ্যাকে তাদের অন্তত ৫০ কোটি গ্রাহকের তথ্য হ্যাক হয়। এরপর এক বিবৃতিতে ভেরাইজন জানায়, তারা এই নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। কিন্তু এই বিষয়ে তাদের কাছে স্বল্প পরিমাণ তথ্য আছে বলে জানিয়েছে ভেরাইজন।

এই হ্যাকের বিষয় জানতে ও তা জানার পর গ্রাহকদের জানাতে ইয়াহু যে দেরি করেছে তা 'অগ্রহণযোগ্য' বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটররা। সেইসঙ্গে ইয়াহু আর এর জ্যেষ্ঠ কর্মকর্তারা নীতিমালা মেনেছেন কিনা আর জনগণ ও বিনিয়োগকারীদের সব হ্যাকের সম্পর্কে ঠিকঠাক জানানো হয়েছে কিনা তা নিয়ে মার্কিন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-কে তদন্তে অনুরোধ করেন সিনেটররা।

ভেরাইজন আর ইয়াহু, দুই প্রতিষ্ঠানই এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলা হয়েছে রয়টার্স-এর এক প্রতিবেদনে।

চলতি বছর জুলাইয়ে ভেরাইজন ইয়াহু'র মূল ইন্টারনেট ব্যবসায়-কে কিনতে ৪৮৩ কোটি ডলার দিয়ে কিনতে রাজি হয়।