রাশিয়াতে প্রথমবারের মতো চালু করা হয়েছে অনলাইন পেমেন্ট সার্ভিস অ্যাপল পে। ৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দেশটিতে এই সেবা উন্মোচন করে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
Published : 04 Oct 2016, 06:44 PM
২০১৪ সালে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে উন্মোচন করা হয় অ্যাপল পে। এরপর ধীর ধীরে এর পরিধি বৃদ্ধি করে আসছে প্রতিষ্ঠানটি। দশম দেশ হিসেবে অ্যাপল পে সেবা পাচ্ছে রাশিয়া, জানিয়েছে রয়টার্স।
প্রাথমিক পর্যায়ে রাশিয়াতে স্থানীয় একটি ব্যাংক এবং মাস্টারকার্ড-এর সঙ্গে মিলে সেবা দেবে অ্যাপল।
অ্যাপল পে সেবার মাধ্যমে গ্রাহক বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পেমেন্ট টার্মিনালে আইফোন ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারেন। এ ছাড়াও ভেন্ডিং মেশিনে অ্যাপল পে সেবা ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কেবল চুক্তিবিহীন পেমেন্ট গ্রহণ করবে অ্যাপল পে।
অ্যাপলের এই ব্যবসাকে টেক্কা দিতে 'অ্যান্ড্রয়েড পে' নামে একই ধরনের সেবা চালু করে গুগল। ২০১৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে মোবাইলে লেনদেনের নতুন এই প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দেওয়া হয়।
'অ্যাপল পে’-এর মতোই ‘অ্যান্ড্রয়েড পে’-তে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে বলে জানানো হয়।