চীনে 'ট্রাফিক পুলিশ' ড্রোন 

যানবাহনের চলাচল আর আইন লঙ্ঘনকারীদের পর্যবেক্ষণে সহায়তা করতে দক্ষিণপশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে ব্যবহার করা হচ্ছে দুটি ড্রোন, রোববার এ খবর জানিয়েছে ওই প্রদেশের জননিরাপত্তা বিভাগ।  

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 12:45 PM
Updated : 18 Sept 2016, 12:45 PM

চীনা সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, ওই ড্রোনগুলো ঘণ্টায় একশ' কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। ভ্রমণকারীরা ফেরার সময় যখন রাস্তায় অনেক ভীড় থাকে সাধারণত সে সময় এই ড্রোনগুলো ব্যবহার করা হয়।  

ড্রোনগুলো দুটি মহাসড়কের উপর দিয়ে উড়ে। এর মধ্যে চেংদু আর জিগজগ-এর শহরগুলোকে সংযুক্ত করে আর অন্যটি চেংদুকে মিয়ানইয়াংয়ের সঙ্গে যুক্ত করে। ড্রোনগুলোর মাধ্যমে ৯০টিরও বেশি গাড়ির ঘটনা ক্যামেরায় ধরা পড়ে।  

এই ড্রোনগুলো শত মিটার দূর থেকে গাড়ির লাইসেন্স প্লেট শনাক্ত করতে পারে। এই ছবি আর ভিডিওগুলো নিচে কাজ করা কর্মীদের কাছে পাঠানো হয়। এর ফলে পুলিশ সরাসরি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। 

১৫ কিলোমিটার ফ্লাইট রেডিয়াসে, ড্রোনগুলো একবার চার্জ দেওয়া হলে এক ঘণ্টা পর্যন্ত উড়তে পারে। ৩০ কিলোমিটার ঘুরতে এগুলো সময় নেয় ৪০ মিনিট। 

ড্রোনগুলোর কার্যক্রম প্রাদেশিক পুলিশ কার্যালয়ের উইবো অ্যাকাউন্ট থেকে সম্প্রচার করা হয়।  

দেশটির ট্রাফিক পুলিশ এখন আরও নিয়মিত ড্রোন ব্যবহার করবে বলে জানা যায়।