নতুন দুই প্লেস্টেশন ৪ উন্মোচন

বুধবার গেইমিং কনসোল প্লেস্টেশন ৪-এর দুটি নতুন সংস্করণ উন্মোচন করেছে সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট।

ফুয়াদ তানভীর অমিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2016, 02:10 PM
Updated : 8 Sept 2016, 02:10 PM

প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট আর নিনটেনডো-এর সঙ্গে ব্যবসায় পাল্লা দিতে নতুন এই দুই সংস্করণ আনল জাপানি ইলেকট্রনিক জায়ান্ট সনি'র এই বিভাগ, জানিয়েছে রয়টার্স।

প্লেস্টেশন ৪ প্রো নামের সংস্করণটি বের করা হবে চলতি বছর ১০ নভেম্বর। এতে আনা হয়েছে উন্নত ৪কে রেজুলিউশন এবং এইচডিআর ফিচার, জানান সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী অ্যান্ড্রু হাউজ। এক্ষেত্রে কনসোলটির মূল্য ধরা হয়েছে ৩৯৯ মার্কিন ডলার।

এর পাশাপাশি প্লেস্টেশন ৪ এর হালকা, পাতলা এবং কম এনার্জি খরচ করে এমন আরেকটি সংস্করণ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই সংস্করণটির মূল্য নির্ধারণ করা করা হয়েছে ২৯৯ ডলার। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর কনসোলটি বাজারে আসার কথা রয়েছে।

প্লেস্টেশন প্রো কে 'নিও' নামেও ডাকা হচ্ছে। ডিভাইসটিতে সনির ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট সমর্থন করবে বলেও জানানো হয়। ভিআর হেডসেটটি ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে।

বর্তমানে প্রায় চার কোটি প্লেস্টেশন ৪ গ্রাহক রয়েছে। কনসোলগুলোতে এইচডিআর ফিচারের জন্য নতুন আপগ্রেড আনছে প্রতিষ্ঠানটি।

এদিকে ডিভাইসটি বাজারে আসলে ৬০০ ঘন্টার ৪কে কনটেন্টের নতুন অ্যাপ বের করতে যাচ্ছে নেটফ্লিক্স। ইউটিউবও পিএস ৪ প্রো-এর জন্য নতুন অ্যাপ আনার পরিকল্পনা করছে।

২০১৭ অর্থবছরে সনির মোট আয়ের ৪৫ শতাংশ গেইমিং ইউনিট থেকে আসবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।