আলিবাবা প্রধান-কে ডেকেছে ইন্দোনেশিয়া

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা প্রধান জ্যাক মা-কে নিজেদের দেশের ই-কমার্স খাতের উন্নয়নে উপদেষ্টা হিসেবে যোগ দিতে আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। এ বিষয়ে দেশটির সরকার এক ভিডিও প্রকাশ করেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2016, 01:20 PM
Updated : 5 Sept 2016, 01:20 PM

ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বের চতুর্থ বড় দেশ, দেশটিতে তরুণ ইন্টারনেটে দক্ষ জনশক্তি বাড়ছে। দেশটির উঠতি ই-কমার্স খাত বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়ছে, বলা হয়েছে মার্কিন সাময়িকী ফরচুন-এর একটি প্রতিবেদনে।

চলতি বছরের শুরুতে, আলিবাবা দক্ষিণ এশিয় অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান লাজাডা গ্রুপ-এর একটি বড় অংশ শতকোটি ডলারের বিনিময়ে কিনে নেয়। 

ই-কমার্স খাতের উন্নতি প্রচার করতে ইন্দোনেশিয়ার সরকার একটি 'পর্যবেক্ষণ কমিটি' গঠন করছে। এতে ১০ জন মন্ত্রী রাখা হচ্ছে এবং জ্যাক মা-কে এই কমিটির একজন উপদেষ্টা হিসেবে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রী রুদিয়ানতারা। 

ওই ভিডিওতে রুদিয়ানতারা বলেন, "এর পেছনের ভাবনা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে ইন্দোনেশিয়ার অবস্থান আরও উন্নত করা।"

জ্যাক মা-কে এই কমিটির উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার আহ্বান নিশ্চিত করেছেন আলিবাবা'র এক মুখপাত্র। কিন্তু তিনি ওই আহ্বানে সাড়া দিয়েছেন কিনা তা নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।