হ্যাকের শিকার ক্ল্যাশ অফ কিংস গেইমাররা

স্ট্র্যাটেজি গেইম ক্ল্যাশ অফ কিংস-এর অনলাইন ফোরাম হ্যাকের শিকার হয়েছে। এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ১৬ লাখ ব্যবহারকারীর তথ্য, জানিয়েছে সাইবার নিরাপত্তা লঙ্ঘনবিষয়ক তথ্য প্রদানকারী একটি সাইট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2016, 02:25 PM
Updated : 25 July 2016, 02:25 PM

১৪ জুলাই এই মোবাইল গেইমের আলোচনার ফোরামে থাকা ব্যবহারকারীদের তথ্য একজন হ্যাকারের লক্ষ্যে পরিণত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। চুরি হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীদের ইউজারনেইম, আইপি অ্যাড্রেস আর ইমেইল অ্যাড্রেস অন্তভূর্ক্ত।

'হ্যাশেস অ্যান্ড সল্টস' -এর মাধ্যমে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সুরক্ষিত রাখা হয়েছে। হ্যাশেস অ্যান্ড সল্টস হচ্ছে একটি সুপরিচিত 'ক্রিপ্টোগ্রাফিক' কৌশল।

ক্ল্যাশ অফ কিংস-এর নির্মাতা চীনা প্রতিষ্ঠান এলেক্স-এর অফিসিয়াল ফোরাম, কোনো অনুরোধের পরও সাড়া দেয়নি।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নুডেটা সিকিউরিটি-এর পরিচালক রায়ান উইল্ক এর মতে, যারা ব্যবহারকারীদের ডেটা চুরি করেন, তারা প্রায়ই এই ডেটা বিক্রির পরিকল্পনা করেন।

"হ্যাকাররা ডার্ক ওয়েবে ডেটা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন", বলেন তিনি।