গুগলের মাদ্রিদ কার্যালয়ে তল্লাশি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের মাদ্রিদ কার্যালয়ে তল্লাশি চালিয়েছে স্পেনের করবিষয়ক তদন্তকারীরা।

রিয়াদ মোর্শেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2016, 02:50 PM
Updated : 5 July 2016, 02:50 PM

রয়টার্স-এর মতে, গুগলের কর পরিশোধ নিয়ে এক তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

প্রতিক্রিয়ায় গুগলের জোর দাবি, তারা দেশটি আর্থিক আইন মেনে চলছে। সরকার আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রশ্নের উত্তর দেওয়ার সম্মতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্রান্সের রাজধানী প্যারিসে গুগল কার্যালয়ে কর নিয়ে সে দেশের কর্তৃপক্ষের অনুসন্ধান চালানোর কয়েক সপ্তাহ পরই স্পেনে এই ঘটনা ঘটল। প্যারিস কার্যালয়ে কর অনুসন্ধানের জন্য একশ' জন তদন্তকারী এবং ২৫ জন কম্পিউটার পারদর্শী সংশ্লিষ্ট ছিলেন।

সংশ্লিষ্ট স্প্যানিশ কর্মকর্তারা এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি আর অনুসন্ধানের অবস্থা  নিয়ে কোনো মন্তব্য করেননি।

ফ্রান্স এবং ব্রিটেন (বর্তমানে ইইউ এর বাইরে) কিছু সংখ্যক ইউরোপিয়ান ইউনিয়ন-এর অন্তর্ভুক্ত দেশগুলো অভিযোগ করে আসছিল যে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মুনাফা যে হারে করেছে সেই অনুসারে অনেক কম কর পরিশোধ করছে।

ব্রিটেনকে জানুয়ারি মাসে ১৩ কোটি পাউন্ড কর ফিরিয়ে দেয়ার সম্মতি জানিয়েছিল গুগল- অনেক অভিযোগকারী এই পদক্ষেপকে সমালোচনাকারীদের জন্য একটি বড় 'বিজয়' হিসেবে দেখছেন।

পরবর্তীতে আরও তল্লাশির মাধ্যমে জানা যায়, ফ্রান্সে তারা ১৬০ কোটি ইউরো এর কর লুকিয়েছে।

ইউরোপে গুগলের পরিচালনা হল আয়ারল্যান্ডভিত্তিক। আয়ারল্যান্ড হচ্ছে কর্পোরেট খাতে মুনাফার বিপরীতে সবচেয়ে কম কর পরিশোধের একটি দেশ। আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান করের বোঝা কমাতে, এ কৌশল অবলম্বন করছে।