গুগল ডেটায় সময় নেবে ফ্রান্স

টেক জায়ান্ট গুগলের প্যারিস সদর দপ্তরে পুলিশ অভিযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

আহমেদ ইফতিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2016, 10:40 AM
Updated : 30 May 2016, 10:40 AM

ফ্রান্সের এবিষয়ক আইনজীবী এলিয়ান হুলেট রবিবার ইউরোপ রেডিও, টিভি চ্যানেল আইটেলি এবং লে মন্দ সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাতকারে এ কথা জানান।

রয়টার্স জানায়, কর ফাঁকির অভিযোগে গত মঙ্গলবার গুগলের প্যারিস সদর দপ্তরে অভিযান চালায় ফ্রান্সের পুলিশ বিভাগ। এতে ৯৬ জন পুলিশ সদস্য অংশ নেন বলে জানান হুলেট।

তিনি বলেন, "আমরা প্রচুর কম্পিউটার ডেটা সংগ্রহ করেছি। এটা বিশ্লেষণ করা প্রয়োজন, এতে কয়েক মাস তো লাগবেই। আমি আশা করবো এতে যাতে কয়েক বছর লেগে না যায়, তবে আমাদের সম্বল খুবই সীমিত।"

এতে গুগল ফ্রান্সের আইন বিভাগকে সর্বোতভাবে সহায়তা করছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। তবে গোটা ইউরোপ জুড়েই জনমতের ভিত্তিতে এবং কর কমাতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর পদক্ষেপে সরকারি রোষের মুখে কিছুটা চাপেই রয়েছে প্রতিষ্ঠানটি।