উইকিমিডিয়ার বিরুদ্ধে সুইডেনে মামলা

সুইডেনের সরকারি শিল্পকর্ম নিয়ে ডকুমেন্ট করে একটি ওয়েবসাইট কপিরাইট আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটির উচ্চ আদালত।

মোস্তফা মিনহাজ উদ্দিনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2016, 07:42 PM
Updated : 6 April 2016, 07:42 PM

অফেন্টলিগ কন্সট্-এর সাইটটিতে ভাস্কর্য, মূর্তি ও বিভিন্ন চিত্রের বিশদ বর্ণনা প্রদর্শন করা হয়ে থাকে।

শিল্পীদের অনুমতি ছাড়াই শিল্পকর্ম বিনামূল্যে বিতরণ করার জন্য এই সাইটের মালিক প্রতিষ্ঠান উইকিমিডিয়া সুইডেনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ভিজুয়াল কপিরাইট সোসাইটি।

উইকিমিডিয়া সুইডেন জানায়, এই ঘটনায় তারা মারাত্মকভাবে হতাশ হয়েছে। এই অলাভজনক সংস্থা সুইডেনে উইকিমিডিয়ার উইকিপিডিয়ার মতো তাদের অন্যান্য প্রকল্প প্রচারের জন্য কাজ করছে। এতে জনগনের জন্য আলোকচিত্র সংগ্রহ করা হয়েছে, যাতে তারা তা বিনামূল্যেই ব্যবহার করত্রে পারে, জানিয়েছে বিবিসি।

কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট জানায়, কোনো ডেটাবেইসে সীমাহীন ব্যবহারের জন্য যখন কোনো ব্যক্তি সার্বজনীন শিল্পকর্মগুলোর আলোকচিত্র নেওয়ার অনুমতি দেওয়া হয়, তখন তা 'সম্পূর্ণ একটি ভিন্ন ঘটনা'।

এ ধরনের ডেটাবেইসের যে বাণিজ্যিক মূল্য রয়েছে তা তুচ্ছ করার মত নয়, আর শিল্পীরা সেই মুল্যের অধিকারী বলেও এক বিবৃতিতে জানিয়েছে আদালত।

উইকিমিডিয়া সুইডেন জানায়, দেশের কপিরাইট আইন সময়ের চেয়ে 'পিছিয়ে আছে' এবং বর্তমানে যে 'ডিজিটাল বাস্তবতা' বিদ্যমান তার জন্য এ আইন জন্য 'পর্যাপ্ত নয়'।

সেই সঙ্গে বিখ্যাত ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলে তা অনলাইনে শেয়ার করলে কপিরাইট আইন ভঙ্গ হতে পারে বলেও পর্যটকদের সতর্ক করা হয়।

যুক্ত্ররাজ্যভিত্তিক ওপেন রাইটস্ গ্রুপের নির্বাহী পরিচালক জিম কিলক বলেন, "আপনি হয়তো এটা জানতে পারতে পারবেন না যে কোনো ভবন বা পাবলিক শিল্পকর্ম কপিরাইটের আওতায় রয়েছে কিনা। এ ধরনের ছবি নিষিদ্ধ করা হলে তা কপিরাইট আইনকে হাস্যকর করে তুলবে এবং দুর্নাম বয়ে আনবে।

এই মামলা উইকিমিডিয়া সুইডেন-কে কী পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে তা স্টকহোমের আদালত পরে জানাবে।