এতে করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জেতার সম্ভাবনাও বেড়েছে, যিনি এর আগে নিজেকে ‘ক্রিপ্টো চ্যাম্পিয়ন’ বলে আখ্যা দিয়েছিলেন।
Published : 15 Jul 2024, 01:49 PM
বিটকয়েনের দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। আর এটি ঘটেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার পরপরই।
এতে করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জেতার সম্ভাবনাও বেড়েছে, যিনি এর আগে নিজেকে ‘ক্রিপ্টো চ্যাম্পিয়ন’ বলে আখ্যা দিয়েছিলেন।
হামলার পর ট্রাম্প বলেছিলেন, শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে আয়োজিত র্যালিতে আক্রমণের সময় তার কানে গুলি লেগেছে। তার প্রচারণা দল বলেছে, তিনি বহাল তবিয়তে আছেন। অন্যদিকে, প্রচারণায় বিনিয়োগকারীদের কেউ কেউ বলেছেন, এ আক্রমণে ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে যাওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। এমনকি বাণিজ্যিক বেটিং বা জুয়াতেও তার জয়ের পক্ষে বাজি ধরার সম্ভাবনা এ সপ্তাহে আরও বেড়ে যাবে।
সোমবার বিটকয়েনের দাম আট দশমিক ছয় সতাংশ বেড়ে গিয়ে পৌঁছেছে ৬২ হাজার ৫০৮ ডলারে। দিনের শুরুতে অবশ্য ক্রিপ্টোমুদ্রাটির দাম ৬২ হাজার ৬৯৮ ডলার ছুঁয়েছিল, যা গত দুই সপ্তাহের হিসাবে সর্বোচ্চ।
নভেম্বরে হতে যাওয়া নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন ট্রাম্প, যিনি এর আগে দলটির সদস্যদের ক্রিপ্টো খাতে নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টাকে ধুয়ে দিয়েছেন।
জুনে স্যান ফ্রানসিসকো শহরে তহবিল ওঠাতে গিয়ে নিজেকে ‘ক্রিপ্টোমুদ্রার চ্যাম্পিয়ন’ বলে উপস্থাপন করেছিলেন ট্রাম্প। তবে, নিজের সম্ভাব্য ক্রিপ্টো নীতিমালা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
“তিনি নিশ্চিতভাবেই নিজেকে ক্রিপ্টোর পক্ষের লোক হিসেবে তুলে ধরেছেন। আর এ সপ্তাহান্তে তার ওপর আক্রমণের পর তার নির্বাচন জেতার সম্ভাবনাও বেড়ে গিয়েছে। ক্রিপ্টো বাজারে বাজি ধরার ক্ষেত্রে এটি বড় উদ্দীপক হিসেবে কাজ করবে, যেখানে নিশ্চিতভাবেই লাভবান হচ্ছে বিটকয়েন,” বলেন আর্থিক সেবাদাতা কোম্পানি ‘আইজি’র বাজার বিশ্লেষক টনি সাইকামোর।
২৭ জুলাই টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে হতে যাওয়া ‘বিটকয়েন ২০২৪’ সম্মেলনে কথা বলবেন মাস্ক। গত সপ্তাহে বিষয়টি নিশ্চিত করেছে সম্মেলনটির আয়োজকরা।
বিটকয়েনের জন্য এই বছরের শুরুটা বেশ ভালোই বলা যায়, যেখানে মার্চের মাঝামাঝি সময়ে এর দাম বেড়ে পৌঁছেছিল রেকর্ড ৭৩ হাজার ৮০৩ দশমিক ২৫ ডলারে। তবে, এর পর থেকেই খেই হারিয়ে ফেলে ক্রিপ্টোমুদ্রাটি।
জুলাইয়ের শুরুতে বিটকয়েনের দাম এর আগের চার মাসের হিসাবে নিজেদের দামের সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছিল। এর সম্ভাব্য কারণ, বিলুপ্ত জাপানি ক্রিপ্টো এক্সচেঞ্জ এমটি. গক্স থেকে বিটকয়েনের ক্রিপ্টো টোকেন সরিয়ে ফেলায় ট্রেডারদের মধ্যে বিরক্তি বেড়ে যাওয়ার বিষয়টি।
“এমটি. গক্স-এর খবর প্রকাশের পর আমরা টানা চার সপ্তাহ বিটকয়েনের দাম কমতে দেখেছি…আমার ধারণা, এর ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে। তবে, এর দাম উর্ধ্বমূখী হতে দেখলেও আমি অবাক হব না, অন্তত এ সপ্তাহ শেষে যদি এর দাম অন্তত ৬৫ হাজার ডলারের দিকেও পৌঁছায়,” বলেন সাইকামোর।