ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নেটো সদস্য বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান ও কৌশলগত খাতকে টার্গেট করার জন্য বিশেষভাবে পরিচিত এই সাইবার অপরাধী চক্রটি।
Published : 29 Dec 2024, 02:40 PM
বড় পরিসরে সাইবার হামলার অংশ হিসেবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমানবন্দরের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে রুশপন্থী সাইবার অপরাধ চক্র।
দেশটির সাইবার নিরাপত্তা সংস্থা বলেছে, শনিবার ইতালিতে প্রায় দশটি অফিসিয়াল ওয়েবসাইটকে টার্গেট করেছে হ্যাকাররা। যার মধ্যে রয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়’সহ মিলান শহরের দুটি বিমানবন্দরের ওয়েবসাইট। এ সময় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এসব সংস্থার কাজ।
এই সাইবার হামলার দায় স্বীকার করেছে রাশিয়াপন্থী হ্যাকার গ্রুপ ‘নোনেইম০৫৭(১৬)’। এক টেলিগ্রাম পোস্টে হ্যাকার দলটি বলেছে, ইতালির ‘রুশফোবদের এইরকম একটি সাইবার হামলা পাওনা ছিল’।
রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ব্যবস্থা বা রীতিনীতি বিদ্বেষীকে রুশফোব বলে।
ইতালির সাইবার সিকিউরিটি এজেন্সির মুখপাত্র বলেছেন, তথাকথিত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস’ বা ডিডিওএস প্রকৃতির সাইবার হামলার সঙ্গে মিল থাকতে পারে এই রুশপন্থী সাইবার অপরাধী চক্রের, যা দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সামাল দেওয়া সম্ভব হয়েছে।
দেশটির ‘মালপেনসা’ বিমানবন্দর ও ‘মিলান-লিনেট’ বিমানবন্দরের অপারেটর বলেছেন, ফ্লাইটের কাজ স্বাভাবিক রয়েছে।
ইতালির পুলিশ বলেছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সিয়েনা ও তুরিন শহরের গণপরিবহন নেটওয়ার্ককে টার্গেট করে চালানো হয়েছে এই সাইবার হামলা।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নেটো সদস্য বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান ও কৌশলগত খাতকে টার্গেট করার জন্য বিশেষভাবে পরিচিত এই সাইবার অপরাধী চক্রটি।