ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক এখন সবার জন্য

প্ল্যাটফর্মটি দিন হিসাবে ব্যবহার করা যাবে। এক দিন বা ২৪ ঘণ্টা ব্যবহারের জন্য খরচ পড়বে ৫০ টাকা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2022, 02:10 PM
Updated : 19 Dec 2022, 02:10 PM

অনলাইন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ‘বৈঠক’ জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ সরকার। 

এর আগে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি কাজে নিয়মিত ব্যবহৃত হয়েছে প্ল্যাটফর্মটি।

সরকারের ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (বিডিসার্ট)’ জানিয়েছে, ‘বৈঠক’ ব্যবহার করে অনলাইন আলোচনায় বসার সুযোগ পাবেন দেশের সাধারণ লোকজনও।

৫০ টাকা খরচ করে প্ল্যাটফর্মটি এক দিন বা ২৪ ঘণ্টা ব্যবহারের সুযোগ পাবেন সাধারণ ব্যবহারকারী। ওই সময়ে মধ্যে যতবার ইচ্ছা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন তারা।

এ প্ল্যাটফর্মটির মাধ্যমে সাধারণ মানুষ ‘নির্ভেজালভাবে যে কোন সভা, ক্লাস, সেমিনার, ওয়েবইনার ইত্যাদি নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারবে’ বলে উল্লেখ করেছে বিডিসার্ট।

‘বৈঠক’ অন্য যে কোনো আন্তর্জাতিক ভিডিও কনফারেন্সিংয়ের সমতুল্য বলে জানিয়েছে সরকারি সংস্থাটি। 

 প্ল্যাটফর্মটিতে “রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ারিং, সোশাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবিসহ বেশ কিছু কার্যকর ফিচার আছে।”

কোভিড মহামারী চলাকালে সরকারি কার্যক্রম গতিশীল রাখতে নিজস্ব জনবল দিয়ে ‘বৈঠক’ প্ল্যাটফর্মটি বানিয়ে নিয়েছিল বিজিডি ই-গভ সার্ট। 

প্ল্যাটফর্মে আয়োজিত সকল সভার তথ্য-উপাত্তের ‘গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবি করেছে সংস্থাটি।