‘এখনি’ ডিভাইস আপডেট করতে বলছে শঙ্কিত অ্যাপল

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ডিভাইসের তালিকায় আছে আইফোন ৬এস থেকে শুরু করে পরবর্তী মডেলগুলো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2022, 10:08 AM
Updated : 19 August 2022, 10:08 AM

নিজস্ব অপারেটিং সিস্টেমে সম্প্রতি একটি সফটওয়্যার বাগ খুঁজে পেয়েছে আইফোন নির্মাতা অ্যাপল; ক্রেতাদের তাৎক্ষণিকভাবে ডিভাইসের সফটওয়্যার আপডেট করার তাগাদা দিয়েছে এ কোম্পানি।

সিএনএন জানিয়েছে, হ্যাকার ও সাইবার অপরাধীরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বাগটির সুযোগ নিচ্ছে বলে আশঙ্কা করছে অ্যাপল।

নতুন এ নিরাপত্তা দুর্বলতা আবিষ্কারের পর অ্যাপল বুধ ও বৃহস্পতিবার নতুন সফটওয়্যার আপডেট ছেড়েছে। নিরাপত্তা ঝুঁকিতে থাকা ডিভাইস ও হার্ডওয়্যারের তালিকাও প্রকাশ করেছে তারা।

সে তালিকায় আছে-

>> আইফোন সিক্স এস থেকে শুরু করে আইফোনের পরবর্তী মডেলগুলো

>> পঞ্চম প্রজন্মের আইপ্যাড ও তার পরের মডেলগুলো

>> আইপ্যাড এয়ার ২ এবং পরের মডেলগুলো

>> সকল আইপ্যাড প্রো মডেল

>> সপ্তম প্রজন্মের আইপড টাচ

অ্যাপল বলছে, সফটওয়্যার বাগটির সুযোগ নিয়ে ডিভাইসের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করতে পারবে হ্যাকাররা। অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা নিজেদের কোডও জুড়ে দিতে পারবে।

এ ছাড়া বাগটি ব্যবহার করে ওয়েব কনটেন্টের মাধ্যমে ডিভাইসে অনুপ্রবেশ সম্ভব বলে জানিয়েছে আইফোন নির্মাতা।

সিএনএন জানিয়েছে, কেবল বহনযোগ্য ডিভাইসে নয়, বাগটির কারণে নিরাপত্তা ঝুঁকিতে আছে ম্যাক কম্পিউটারের ‘মন্টেরে’ অপারেটিং সিস্টেম। ‘বিগ সার’ এবং ‘ক্যাটালিনা’ অপারেটিং সিস্টেম নির্ভর ডিভাইসে অ্যাপলের সাফারি ব্রাউজারেও বাগটির উপস্থিতি আছে বলে পরবর্তী আপডেটে জানিয়েছে অ্যাপল।

ইতোমধ্যে ক্রেতাদের অ্যাপল ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্র সরকারের ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি’ এক সতর্কবার্তায় বলেছে, “এজন হ্যাকার চাইলে এই দুর্বলতাগুলোর সুযোগ নিয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে।”

ভুক্তভোগী ব্যবহারকারীদের ‘যত দ্রুত সম্ভব’ ডিভাইস আপডেট করে নেওয়া উচিত’ বলে মত দিয়েছে সংস্থাটি।