কমিউনিটি নোটস-এর কন্ট্রিবিউটর হিসেবে এখন পর্যন্ত ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস থেকে প্রায় দুই লাখ মানুষ আবেদন করেছেন।
Published : 15 Mar 2025, 03:56 PM
১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস-এ ফ্যাক্ট চেকারদের বদলে ‘কমিউনিটি নোটস’ মডেলের পরীক্ষা শুরু করবে মেটা।
এখনই মডেলটি সবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফিডে দেখা যাবে না। মডেলটি চালুর আগে এর লেখা ও রেটিং সিস্টেমটি টিকঠাক কাজ করছে কি না তা নিশ্চিতের পর মেটা এটি চালু করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
মেটা বলছে, ইলন মাস্কের কমিউনিটি নোটস-এর মতোই কাজ করবে তাদের এই মডেলটি। প্রাথমিকভাবে নিজেদের রেটিং সিস্টেমটি এক্স-এর ওপেন সোর্স অ্যালগরিদমের ওপর ভিত্তি করে তৈরি করবে তারা।
কোম্পানিটি বলেছে, “এক্স যা তৈরি করেছে তার ওপর ভিত্তি করে আমাদের মডেলটি তৈরি করতে ও সময়ের সঙ্গে সঙ্গে নিজস্ব প্ল্যাটফর্মের জন্য মডেলটি উন্নত” করবে তারা।
এক্স-এর কমিউনিটি নোটস কীভাবে র্যাংকিং করে বা রেট দেয় তা সংশোধন করতে এর অ্যালগরিদমে পরিবর্তন আনতে পারে কোম্পানিটি।
মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি বলেছে, “আমরা কন্ট্রিবিউটরদের কাছ থেকে শেখার পাশাপাশি আমাদের বিভিন্ন পণ্যে এটি কীভাবে কাজ করে তা দেখার জন্য মডেলটি তৈরি করছি। প্রথমেই এ প্রক্রিয়াটি নিখুঁত হবে এমন নয়। তবে শেখার সঙ্গে সঙ্গে এর উন্নয়ন চালিয়ে যাব আমরা।
কমিউনিটি নোটস-এর কন্ট্রিবিউটর হিসেবে এখন পর্যন্ত ফেইসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস থেকে প্রায় দুই লাখ মানুষ আবেদন করেছেন। প্রতিটি কন্ট্রিবিউটরের রেটিং ইতিহাস বিবেচনা করে এবং যারা একে অপরের সাথে একমত নন তাদের বিবেচনায় নেবে মেটা।
এক্ষেত্রে কতজন কন্ট্রিবিউটর কমিউনিটি নোট অনুমোদন করেন সে বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। কারণ মেটা কেবল তখনই একটি পোস্টে এটি অন্তর্ভুক্ত করবে যখন “যারা সাধারণত দ্বিমত পোষণ করেন তারা যদি একমত হন”।
মেটার দাবি, পক্ষপাতিত্বের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে তারা।
২০১৬ সালে মেটা তাদের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম শুরু করে এই ধারণা নিয়ে যে, প্লাটফর্মের বিভিন্ন পোস্ট মূল্যায়নের জন্য বিশেষজ্ঞ তৃতীয় পক্ষের ফ্যাক্টচেকিং দলের ওপর নির্ভর করবে কোম্পানিটি। কারণ তারা নিজেরা কোনো মানদণ্ড চাপিয়ে দিতে চায় না।
কোম্পানিটি দাবি, বিশেষজ্ঞদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক পক্ষপাত রয়েছে। এতে করে, কোনো পোস্টের সত্যতা যাচাই করার বেলায় তাদের নিজেদের পছন্দ প্রভাব ফেলতে পারে।
কমিউনিটি নোটস-এও কন্ট্রিবিউটরদেরও নিজস্ব পক্ষপাত থাকবে তবে সে বিষয়ে বিশেষজ্ঞদের জ্ঞান থাকার বিষয়টি এক্ষেত্রে জরুরি নয়। এরপরও মেটা বলছে, কমিউনিটি নোট প্রকাশের জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষদের ঐক্যমত্যই যথেষ্ট হবে।