এর আগে ১৭ কোটি আমেরিকানের ব্যবহৃত টিকটককে হুমকির বললেও গত মাসে টিকটকে যোগ দেন ট্রাম্প।
Published : 17 Jul 2024, 04:21 PM
এবার নিজেকে টিকটকের পক্ষে বলছেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প।
চীনাভিত্তিক কোম্পানি বাইটড্যান্স যদি শর্ট ভিডিও অ্যাপটির মার্কিন ব্যবসার অংশ বিক্রি করতে না চায়, এমনকি এর কারণে সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কা থাকলেও তিনি টিকটককে সমর্থন করবেন, বলেছেন ট্রাম্প।
“আমি টিকটকের পক্ষে, কারণ আপনার প্রতিযোগিতা প্রয়োজন। আপনার যদি টিকটক না থাকে তবে আপনার ফেইসবুক ও ইনস্টাগ্রাম রয়েছে,” মঙ্গলবার ব্লুমবার্গ বিজনেসউইককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প।
এর আগে ১৭ কোটি আমেরিকানের ব্যবহৃত টিকটককে হুমকির বললেও ট্রাম্প গত মাসে টিকটকে যোগ দেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ভয়াবহ দাঙ্গার কারণে ট্রাম্পকে ফেইসবুক থেকে নিষিদ্ধ করায় মেটা মালিকানাধীন ফেইসবুক ও ইনস্টাগ্রামের সমালোচনা করেছেন ট্রাম্প। সে নিষেধাজ্ঞা জারি ছিল দুই বছর পর্যন্ত। এরইমধ্যে জুনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, তিনি কখনই টিকটকের উপর দেওয়া নিষেধাজ্ঞাকে সমর্থন করবেন না।
তবে, ট্রাম্পের এমন বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি টিকটক।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ২০২০ সালে চীনা মালিকানাধীন টিকটক ও উইচ্যাট’কে নিষিদ্ধ করার চেষ্টা করলেও মার্কিন আদালত তা আটকে দেয়। এরপর ২০২১ সালের জুনে প্রেসিডেন্ট জো বাইডেন উইচ্যাট ও টিকটক নিষিদ্ধ করতে ট্রাম্প আমলের একাধিক নির্বাহী আদেশ প্রত্যাহার করে নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর বেশিরভাগ শেয়ারের মালিক ট্রাম্প, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক ‘ট্রুথ সোশাল’ পরিচালনা করে।
‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর বাজার মূলধন রয়েছে সাতশ কোটি ডলার। আর এর শেষ প্রান্তিকের আয় প্রায় সাত লাখ সত্তর হাজার ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি স্টারবাকস-এর দোকানে বিনিয়োগের সমান।
সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আপিল আদালত বাইটড্যান্সকে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন ব্যবসার অংশ বিক্রি বা দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ করতে এক নতুন আইনের আইনি চ্যালেঞ্জের বিষয়ে মৌখিক যুক্তিতর্ক উপস্থাপন করবে।
‘ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া’র জন্য মার্কিন আদালতের আপিলের শুনানি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সপ্তাহের মাঝামাঝি সময়ে টিকটকের ভাগ্য নির্ধারণ করবে।
২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি বিলে স্বাক্ষর করে আইনে রূপান্তর করেছেন, যেখানে দেশটিতে টিকটক নিষিদ্ধ করা হবে বা মালিক কোম্পানির অ্যাপটি বিক্রি করতে হবে। আর এজন্য ১৯ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে।
এদিকে হোয়াইট হাউস বলছে, তারা চায় জাতীয় নিরাপত্তার কারণে দেশটিতে চীনা মালিকানার অবসান হোক, তবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা নয়। গত ফেব্রুয়ারিতে টিকটকে যোগ দেন বাইডেন।