শুক্রবার নিজের ক্রিপ্টোমুদ্রা ‘লিবরা’ চালুর বিষয়ে এক এক্স পোস্টে মিলে লিখেছেন, ছোট ব্যবসা ও বিভিন্ন স্টার্টআপকে তহবিল দিতে সাহায্য করবে ক্রিপ্টোমুদ্রাটি।
Published : 18 Feb 2025, 03:02 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিপ্টোমুদ্রার প্রচারের কারণে অভিশংসনের দাবির মুখে পড়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে আইনি ব্যবস্থার উদ্যোগও চলছে।
শুক্রবার নিজের ক্রিপ্টোমুদ্রা ‘লিবরা’ চালুর বিষয়ে এক এক্স পোস্টে মিলে লেখেন, ছোট ব্যবসা ও বিভিন্ন স্টার্টআপকে তহবিল দিতে সাহায্য করবে ক্রিপ্টোমুদ্রাটি।
মুদ্রাটি কেনার জন্য ওই পোস্টে একটি লিংকও শেয়ার করেন দেশটির প্রেসিডেন্ট। এর পরপরই মুদ্রাটির দাম বেড়ে যায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি মুছে ফেলেন তিনি এবং এরপর কমে যায় ক্রিপ্টোমুদ্রার মূল্যও। এতে বিনিয়োগকারীদের বেশিরভাগই নিজেদের অর্থ হারান বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
আর্জেন্টিনার কংগ্রেসে বিরোধী দলীয় কিছু সদস্য বলেছেন, মিলের বিরুদ্ধে তারা অভিশংসনের প্রক্রিয়া শুরু করবেন। রোববার দেশটির ফৌজদারি আদালতে মিলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন আইনজীবীরা।
এদিকে, শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, ক্রিপ্টোমুদ্রা চালুর বিষয়ে জনসাধারণের প্রতিক্রিয়ার পর ‘জল্পনা কল্পনা’ এড়াতেই পোস্টটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ রয়েছে, এ ক্রিপ্টোমুদ্রার বিকাশের সঙ্গে জড়িত ছিলেন না মিলে। তবে সরকারের দুর্নীতি দমন কার্যালয় তদন্ত করে নির্ধারণ করবে, কেউ অন্যায় করেছেন কি না বা এ কাজের সঙ্গে কে জড়িত। এতে প্রেসিডেন্টের জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
মামলা দায়ের করা বাদীদের একজন জোনাতান বালদিভিয়েজো বলেছেন, “এখানে জালিয়াতির মতো অপরাধ ঘটেছে এবং এ কাজে প্রেসিডেন্টের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
মিলের রাজনৈতিক বিরোধীরা এ সুযোগটি কাজে লাগিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বর্তমানে মিলের বিরোধী দলে রয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দ্যো কির্শনার। এ কাজের তীব্র সমালোচনা করে এক এক্স পোস্টে মিলেকে ‘ক্রিপ্টো প্রতারক’ হিসেবে বর্ণনা করেছেন কির্চনার। তার এই পোস্টটি ৬৪ লাখ বার দেখেছেন ব্যবহারকারীরা।
Esta vez el Che Milei no va porque, la verdad, NUNCA EN LA HISTORIA SE VIO ALGO SEMEJANTE.
De Hayek pasaste a Ponzi y te fuiste al pasto MAL.
Desde tu cuenta oficial de X promocionaste una criptomoneda privada, creada vaya a saber por quién.
Inflaste su valor aprovechándote de…
— Cristina Kirchner (@CFKArgentina) February 15, 2025
আর্জেন্টিনার প্রধান বিরোধী জোট বলেছে, প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের অনুরোধ জানাবে তারা।
দেশটির ‘সোশালিস্ট পার্টি’র সদস্য এস্তেবান পলন এক এক্স-এ পোস্টে লিখেছেন, মিলের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর অনুরোধ করবেন তিনি।