কয়েকবার ভুল পাসওয়ার্ড লিখলে আইফোন নির্দিষ্ট সময়ের জন্য সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এই অবস্থাকেই বলে ডিজএবল হওয়া।
Published : 15 Aug 2024, 04:47 PM
আইফোন ডিজএবল হলে কী করবেন তা জানলে ডিভাইস ‘লক আউট’ হওয়ার ভয় এড়ানো সম্ভব।
কিন্তু ডিজএবল বিষয়টা আসলে কী?
একাধিক ভুল পাসওয়ার্ড বা পিনকোডের জন্য আইফোন ডিজএবল হয়ে যেতে পারে। কয়েকবার ভুল পাসওয়ার্ড লিখলে আইফোন নির্দিষ্ট সময়ের জন্য সাড়া দেওয়া বন্ধ করে দেয়। এই অবস্থাকেই বলে ডিজএবল হওয়া। ফের একই ভুল করলে এ সময়সীমা বেড়ে দাঁড়ায় এক ঘণ্টা।
এ ছাড়া, অ্যাপলের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পাসকোড ছাড়া ডিজএবল আইফোন খোলার তেমন উপায় নেই। তবে, ‘রিকভারি মেথড’ বা পুনরুদ্ধার পদ্ধতির মাধ্যমে ডিজএবল হওয়া আইফোন চালু করা সম্ভব। এটি ফোনের সব ডেটা মুছে ফেললেও, সম্প্রতি ব্যাকআপ-এর মাধ্যমে সেগুলো ফিরে পেতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকরেডার।
চলুন জেনে নেওয়া যাক ডিজএবল হওয়া ফোন চালু করার সহজ দুটি পদ্ধতি।
ম্যাক অথবা উইন্ডোজ পিসির মাধ্যমে
১. ফোন বন্ধ করুন
আইফোন নির্দিষ্ট মডেলভিত্তিতে বোতাম চেপে ফোন বন্ধ করুন।
আইফোন এক্স, এক্সআর, ১১, ১২ ,১৩, ১৪ ও এর পরের মডেলের ক্ষেত্রে, পাওয়ার অফ স্লাইডার না আসা অবধি সাইডের বোতাম ও ভলিউম ডাউন বোতাম একসঙ্গে চেপে ধরে রাখুন। এবারে স্লাইডার টেনে ডিভাইস বন্ধ করুন। বন্ধ হয়েছে নিশ্চিত হতে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন।
আইফোন এসই, ৭, ৮ ও আগের মডেলের ক্ষেত্রে, পাওয়ার বোতাম চাপুন ও স্লাইডার টেনে ফোনটি বন্ধ করুন।
২. রিকভারি মোড চালু করুন
ফোনের মডেলের প্রাসঙ্গিক বোতাম ব্যবহার করে রিকভারি মোড চালু করুন।
আইফোন ৮, এক্স, এসই ও পরের মডেলের ক্ষেত্রে সাইড বোতাম চেপে ধরে রাখুন।
আইফোন ৭ ও ৭ প্লাস মডেলের জন্য ভলিউম ডাউন বোতাম চেপে ধরে রাখুন।
আইফোন ৬এস এবং এর আগের সংস্করণের জন্য হোম বোতাম চেপে ধরে রাখুন।
৩. পিসির সঙ্গে সংযোগ দিন
বোতাম ধরে রেখেই কেবল ব্যবহার করে আইফোন কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন।
স্ক্রিনে অ্যাপল লোগো ভেসে উঠলেও বোতাম চেপে রাখুন। কম্পিউটার ও কেবল-এর আইকন সামনে না আসা অবধি বোতাম চেপে রাখতে হবে।
৪. রিস্টোর করুন
সংযোগ হয়ে গেলে ‘ফাইন্ডার’ অথবা ‘আইটিউনস’ অপশন থেকে আইফোনটি খুঁজে বের করুন।
যখন ‘রিস্টোর’ ও ‘আপডেট’ অপশন সামনে আসবে, রিস্টোর অপশনটি বেছে নিন। এটি শেষ হলে ডিভাইসটি রিস্টার্ট হবে। এ পর্যায়ে ডিভাইসটি সেটআপ করে ব্যবহার করতে পারবেন।
আইক্লাউড-এর মাধ্যমে
পিসি থেকে একটি ব্রাউজার চালু করুন, অ্যাড্রেস বার-এ “icloud.com/find” লিখুন। পরের পেইজে লগইন করুন।
লগইন হয়ে গেলে, ডিজএবল হওয়া আইফোনটি বেছে নিন, ‘ইরেজ দিস ডিভাইস’ অপশনে ক্লিক করুন। এরপরে ‘নেক্সট’ ক্লিক করে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করে ডিভাইস ডেটা মুছে ফেলুন।
এরপরে আইফোন সেটআপ করুন এবং আইক্লাউড অথবা আইটিউনস ব্যাকআপ ব্যবহার করে ডিভাইসের তথ্য পুনরুদ্ধার করুন।