এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ দেওয়া হবে নগদে, বাকিটা বিএসইসির অনুমোদন সাপেক্ষে বোনাস শেয়ার হিসেবে পাবেন বিনিয়োগকারীরা।
Published : 09 Jun 2024, 11:08 PM
ডাচ্- বাংলা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা বা এজিএমে ২০২৩ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন হয়েছে।
এর মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনসাপেক্ষে সাড়ে ১৭ শতাংশ, অর্থাৎ প্রতি ২০০ শেয়ারের বিপরীতে ৩৫টি শেয়ার এবং প্রতি ১০০ শেয়ারের বিপরীতে সাড়ে ১৭ টাকা নগদ বিতরণ করা হবে।
রোববার সকালে ভার্চুয়াল প্লাটফর্মে এই এজিএম হয়।
ব্যাংকটির পরিচালনা পর্ষদ আগেই এই লভ্যাংশ ঘোষণা করেছিল।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়।
এতে দেখা যায়, ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৮৮ কোটি ৩১ লাখ টাকা, ২০২২ সালে এটি ছিল ৫৫ হাজার ৫৪৭ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
২০২৩ সালে ব্যাংকের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছিল ৪১ হাজার ২০৭ কোটি ৩০ লাখ টাকা যা ২০২২ সালে ছিল ৩৬ হাজার ৪০০ কোটি ৮ লাখ টাকা। এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।
২০২৩ সালে ব্যাংকের আমানত ৩ হাজার ৪৪৫ কোটি ৮৮ লাখ টাকা বেড়ে হয়েছে ৪৭ হাজার ২৫৯ কোটি ১ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ৪৩ হাজার ৮১৩ কোটি ১৩ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১ শতাংশ।
ব্যাংক ২০২৩ সালে কর পরবর্তী মুনাফা ছিল ৮০১ কোটি ৭৪ লাখ টাকা, যা ২০২২ সালে ছিল ৫৬৬ কোটি ১৭ লাখ টাকা।
বিদায়ী বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ১০ দশমিক ৭২ টাকা যা ২০২২ সালে ছিল ৭ দশমিক ৫৭ টাকা।
২০২৩ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৬ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১২ দশমিক ৫০ শতাংশ থাকা বাঞ্ছনীয়।
ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রায়েন আহমেদ এজিএমে সভাপতিত্ব করেন বলে কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভা ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশিদ খানের পুনঃনিয়োগ অনুমোদন করে।
সভায় ২০২৪ সালের জন্য কোম্পানির বহিঃনিরীক্ষক হিসেবে এ. কাসেম অ্যান্ড কোং এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং’কে পুনঃনিয়োগ অনুমোদন করে।