স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে

করোনাভাইরাস মহামারীকালে পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা প্রথম প্রান্তিকে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 06:56 PM
Updated : 12 Nov 2020, 06:56 PM

জুলাই-সেপ্টেম্বরে প্রতি শেয়ারে ৪ টাকা ৬৬ পয়সা মুনাফা করেছে স্কয়ার ফার্মা। আগের বছর এই সময় প্রতি শেয়ারে ৩ টাকা ৯৭ পয়সা মুনাফা করেছিল তারা।

মুনাফা বাড়ার খবরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার এই শেয়ার ২০২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। বুধবার যা ছিল ২০১ টাকা ৫০ পয়সা।

২০১৮-১৯ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস মুনাফা করেছিল ১ হাজার ২৬৪ কোটি ৫৭ লাখ টাকা, লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৪ টাকা ২০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৭টি বোনাস শেয়ার।

২০১৭-১৮ অর্থবছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস মুনাফা করেছিল ১ হাজার ১৫৯ কোটি ৩৯ লাখ টাকা, লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ৬০ পয়সা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন ৭টি বোনাস শেয়ার।

ওয়ালটনের মুনাফা কমেছে

পুঁজিবাজারে প্রকৌশল খাতে সদ্য তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ তাদের প্রথম প্রান্তিকে প্রতি শেয়ারে ১৩ টাকা ২৬ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় প্রতি শেয়ারে ১৫ টাকা ১৭ পয়সা মুনাফা করেছিল তারা।

ওয়ালটনের মুনাফা আগের তুলনায় কমেছে,যদিও তাতেও শেয়ারটির দাম বেড়েছে পুঁজিবাজারে।

বৃহস্পতিবার এই শেয়ার ৮৩৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। বুধবার ছিল ৭৭৮ টাকা ৮০ পয়সা।

পুঁজিবাজারে ওয়ালটনের শেয়ারের জোগান কম থাকায় এর দাম বাড়ছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।

ওয়ালটন পুঁজিবাজারে আসার আগে ২০১৮-১৯ অর্থবছরে তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ৪৫ টাকা ৪৩ পয়সা।

কিন্তু গত ২৫ অক্টোবর ২০১৯-২০ অর্থবছরের যে মুনাফা তারা ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে তাদের শেয়ার প্রতি মুনাফা অর্ধেকে নেমে গেছে। ২০১৯-২০ অর্থবছরে তাদের শেয়ার প্রতি মুনাফা হয় ২৪ টাকা ২১ পয়সা।