৪২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2020, 04:10 PM
Updated : 29 Oct 2020, 04:10 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে। এর বাইরে আরও ৮টি কোম্পানি লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।

বস্ত্র খাত

বস্ত্র খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল এবার ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

প্যারামাউন্ট টেক্সটাইল এবার ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

এইচ আর টেক্সটাইল এবার ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

হামিদ ফেব্রিক্স লিমিটেড এবার ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

দেশ গার্মেন্টস এবার ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

এপেক্স স্পিনিং এবার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এমএল ডাইং এবার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

শাশা ডেনিম এবার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কুইন সাউথ টেক্সটাইল এবার ৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিউলাইন ক্লোথিং লিমিটেড এবার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবার ৩ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

রিং সাইন টেক্সটাইল এবার ১ শতাংশ নগদ এবং ১ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

ইভেন্স টেক্সটাইল এবার ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবার ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

সিরামিক খাত

শাইনপুকুর সিরামিক লিমিটেড এবার ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

স্ট্যান্ডার্ড সিরামিক এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ওষুধ খাত

ওষুধ খাতের ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সেলভো কেমিক্যাল এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এসিআই ফর্মুলেশনস লিমিটেড এবার ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ওয়াটা কেমিক্যাল এবার ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এডভেন্ট ফার্মা লিমিটেড এবার ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

বিদ্যুত ও জ্বালানি খাত

বিদ্যুত ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এবার ৩৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এবার ২৮ শতাংশ নগদ এবং ২ শাতংশ স্টক লভ্যাংশ দেবে।

ডোরিন পাওয়ার এবার ১০ শতাংশ নগদ এবং ১০ শাতংশ স্টক লভ্যাংশ দেবে।

পাট খাত

পাট খাতের নর্দান জুট ম্যানুফ্যাকচারিং এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

মুন্নু জুট স্টাফলারস এবার ১০ শতাংশ নগদ এবং ১০ শাতংশ স্টক লভ্যাংশ দেবে।

আর্থিক প্রতিষ্ঠান খাত

আর্থিক প্রতিষ্ঠান খাতের্ আইসিবি এবার ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

বিবিধ খাত

বিবিধি খাতের ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এবার ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

এরামিট লিমিটেড এবার ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

প্রকৌশল খাত

প্রকৌশল খাতের কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড এবার ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ইয়াকিন পলিমার এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজিজ পাইপ এবার ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

ইফাদ অটোস এবার ৯ শতাংশ নগদ এবং ২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

রংপুর ফাউন্ড্রি লিমিটেড এবার ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বাংলাদেশ অটোকারস এবার ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

তথ্য প্রযুক্তি খাত

তথ্য প্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড এবার ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেবে।

কাগজ খাত

কাগজ খাতের খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং দশমিক ২৫ শতাংশ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

লভ্যাংশ দেবে না যারা

গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেড, এরামিট সিমেন্ট, সাফকো স্পিনিং, দুলামিয়া কটন, তসরিফা ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস লিমিটেড, সায়হাম টেক্সটাইল লিমিটেড, সায়হাম টেক্সটাইল।