সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের প্রথম দিন রোববার সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 12:05 PM
Updated : 6 Sept 2020, 12:05 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৪৮ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় সাড়ে ১১ মাসের মধ্যে বেশি।

ডিএসই সূচক সর্বশেষ এরচেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর; সেদিন সূচক ছিল ৪ হাজার ৯৭৫ পয়েন্টের ঘরে।

এ বাজারে রোববার ১০২৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ১০৯৩ কোটি ৮৮ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, আর কমেছে ১৪১টির। অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৪১ দশমিক ০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক এক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭১৬ দশমিক ৮৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১১৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৩ শতাংশ বেশি।

সিএসইতে ২৮ কোটি ০৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।