সূচক ঊর্ধ্বমুখী

সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 11:25 AM
Updated : 28 July 2020, 11:25 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১৫৬ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি সূচক ছিল ১১ মার্চ ২০২০। সেদিন সূচক ছিল ৪ হাজার ২৩১।

এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। সারাদিনে  ৪৪৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিন  ছিল ৪৩৭ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৫৭টির। অপরিবর্তিত রয়েছে ১৭৮টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৩ দশমিক ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪০২ দশমিক ৫৫ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৩৪ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৩২ শতাংশ বেশি।

সিএসইতে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৯ কোটি ৫১ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির দর।