দরপতনে সপ্তাহ শুরু

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2019, 11:26 AM
Updated : 7 July 2019, 11:26 AM

সপ্তাহের প্রথম দিন রোববার দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেন কমেছে। কমেছে । কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৭ দশমিক ৭০ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৬ দশমিক ৩৬ পয়েন্ট।

রোববার ঢাকায় ৪১৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৪৮৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার সিএসইতে ১৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৪৩ কোটি ১৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৩৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৪৭ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩৩ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯০ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৩৬ দশমিক ৩৬ পয়েন্ট; সূচক হয়েছে ১৬ হাজার ৩৩৩ পয়েন্ট।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৬২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।