কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের প্রথম দিন সূচক এবং লেনদেন কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2019, 10:05 AM
Updated : 28 April 2019, 10:05 AM

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৮ দশমিক ১৯ পয়েন্টে।

এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৯ পয়েন্টে। আর ডিএস৩০ ৮ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৫৫ পয়েন্টে।

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় লেনদেন কমেছে ৩৮ কোটি ৭২ লাখ টাকা।

গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন ছিল ৩৮২ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২০৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসপিআই ৯৩ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫২ দশমিক ৮৪ পয়েন্টে।

সিএসইতে এদিন ১৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন গত বৃহস্পতিবারের তুলনায় ৩ কোটি ৬৫ লাখ টাকা কম।

লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।