লেনদেন বাড়লেও কমেছে সূচক

লেনদেন সামান্য বাড়লেও মূল্যসূচক কমেছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 12:55 PM
Updated : 13 Dec 2018, 12:56 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৮২ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৩০ লাখ টাকা বেশি। বুধবার এই বাজারে ৪৮৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৪ দশমিক ৮২ পয়েন্ট কমে ৫ হাজার ২৫২ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০৬ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯8 পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৪৩ দশমিক ৭৭ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬০ দশমিক ০৬ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।