সূচকের উল্লম্ফনে চলছে লেনদেন

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সপ্তাহের প্রথম দিন সূচকের উল্লম্ফনে লেনদেন চলছে পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2018, 07:06 AM
Updated : 11 Feb 2018, 07:06 AM

রোববার দিনের লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামের শেয়ারবাজারের মূল্য সূচক বাড়ার পাশাপাশি হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে।

বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সোয়া শতাংশের কাছাকাছি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও বেড়েছে একই রকম।

এই সময়ে ডিএসইতে ২১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; সিএসইতে হয়েছে ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৭১ টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় এক হাজার ৪০৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক সাড়ে ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ পয়েন্টে।

এবেলা সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ২০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৩২ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।