আনোয়ার গ্যালভানাইজিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 01:31 PM
Updated : 26 Oct 2017, 01:31 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটির বুধবারের সমাপনী দর ছিল ৮৬ টাকা ৫০ পয়সা, যা বৃহস্পতিবার সর্বশেষ ৮৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। 

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা; শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৮ টাকা ৯২ পয়সা।

২৫ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানিটি আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।