নুভিস্তা কেনার খবরের পর দর বাড়লো বেক্সিমকো ফার্মার

আরেকটি ‍ওষুধ কোম্পানি কিনে নেওয়ার খবরের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 01:16 PM
Updated : 8 Oct 2017, 04:54 PM

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হওয়া ৪০টি কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার।

শেয়ারটির দাম আগের কার্যদিবসের চেয়ে ২ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৪১ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৬ টাকা ১০ পয়সায় উঠে। দিনের লেনদেনে এই শেয়ারের সর্বোচ্চ দর উঠে ১১৩ টাকা ৫০ পয়সা। 

এদিন ডিএসইতে প্রায় ২১ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। মোট ২ হাজার ১৬৫টি লেনদেনে ১৯ লাখ ৪ হাজার ৬৬৭ শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দ্বিগুণ।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আরেক ওষুধ কোম্পানি নুভিস্তা ফার্মাকে কিনে নেওয়ার খবর বৃহস্পতিবার যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাসে কোম্পানি অধিগ্রহণের ঘটনা এটাই প্রথম।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে অধিগ্রহণের এই প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তির ফলে নুভিস্তার ৮৫ দশমিক ২২ শতাংশ মালিকানা আসবে বেক্সিমকো ফার্মার হাতে।

অর্গানন বাংলাদেশ নেদারল্যান্ডসভিত্তিক অরগানন ইন্টারন্যাশনাল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ১৯৬৪ সালে এ দেশে কার্যক্রম শুরু করে। ২০০৬ সালে কোম্পানিটি বাংলাদেশি মালিকানায় আসার পর নুভিস্তা ফার্মা নাম নেয়।

টঙ্গীতে কোম্পানিটির কারখানা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মার্ক শার্প অ্যান্ড ডোমের (এমএসডি) সঙ্গে কোম্পানিটির দীর্ঘমেয়াদী উৎপাদন ও বিপণনের চুক্তি রয়েছে।

কুইন্টাইলস আইএমএসের ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশে ওষুধ সরবরাহের পরিমাণের দিক থেকে নুভিস্তার অবস্থান ২১তম।

বাজারে এখন নুভিস্তার ৫০টি জেনেরিক ওষুধ রয়েছে।