আইডিএলসি ফাইন্যান্স স্পট মার্কেটে যাচ্ছে বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার বুধবার থেকে দুদিন স্পট মার্কেটে লেনদেন হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2016, 12:26 PM
Updated : 8 March 2016, 12:26 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে লেনদেন হবে।

আগামী ১৩ মার্চ কোম্পানির রেকর্ড ডেট থাকায় ওইদিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে আইডিএলসির পর্ষদ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

একইসঙ্গে কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩০ টাকা ৯৭ পয়সা।

এই কোম্পানিটি ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এদিকে রেকর্ড ডেটের দিন বন্ধ থাকার পর কোম্পানির লেনদেন ফের চালু হবে বুধবার।

এগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলাপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি) ও জিপিএইচ ইস্পাত।

গত ৬ ও ৭ মার্চ কোম্পানি তিনটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হয়। মঙ্গলবার তিন কোম্পানির রেকর্ড ডেট থাকায় ৩টির লেনদেন বন্ধ ছিল।