এসময়ে বিক্রি ও বিতরণ এবং ব্যাংকের সুদজনিত খরচ বেড়ে যাওয়ার প্রভাব সার্বিকভাবে কোম্পানির মুনাফায় প্রভাব ফেলেছে।
Published : 11 Nov 2024, 11:54 PM
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে ১৪৯ কোটি টাকা মুনাফা করেছে।
আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ২০২ কোটি টাকার বেশি।
এ হিসাবে প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬৭ টাকা।
প্রথম প্রান্তিকের প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এদিন কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪২তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ওয়ালটন বলছে, মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে যাওয়ার পাশাপাশি উচ্চ সুদহারের কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ১২ শতাংশ। এ কারণে কোম্পানিটি ৪৫ কোটি ৮৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
পাশাপাশি আলোচ্য সময়ে বিক্রি ও বিতরণ এবং ব্যাংক সুদজনিত খরচ বেড়ে যাওয়ার প্রভাব সার্বিকভাবে কোম্পানির মুনাফায় প্রভাব ফেলেছে।
প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ছাড়া ২৮২ টাকা ৮০ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৪ টাকা ২২ পয়সা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৬৮ পয়সা।
এতে বলা হয়, আলোচ্য সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল কেনার কারণে টেকসই বিক্রয় প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।