৫০ পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়ায় ৫ হাজার ১৯৫।
Published : 20 Jan 2025, 04:47 PM
চলতি মাসে তৃতীয়বারের মত ৪০০ কোটির ঘর অতিক্রম করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
সোমবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪২৬ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৭৮ কোটি টাকা। ডিএসইতে সবশেষ ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় গত ১৫ জানুয়ারি।
এদিন ৫০ পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স ঠেকেছে ৫ হাজার ১৯৫-এ। আগের দিন সূচক ছিল ৫ হাজার ১৪৫ পয়েন্ট।
বৃহস্পতিবার সূচক পুনর্গঠন করে ডিএসই। যোগ-বিয়োগের পর ৭৩টি বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স তালিকায় কোম্পানির সংখ্যা দাঁড়ায় ৩২৬।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ব্লক মার্কেটে ৩৪ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন করে ৩১টি কোম্পানি। সর্বোচ্চ ১১ কোটি ৫১ লাখ টাকা লেনদেন করে কোহিনুর কেমিক্যালস। যদিও কোম্পানিটি সম্প্রতি বাজারে কোনো লেনদেন করেনি।
অন্যদিকে আট কোটি ৪৭ লাখ টাকা লেনদেন করে এসিআই। এদিন লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে দর বাড়ে ২৪৮টির, কমে ৮১টির এবং আগের দরে লেনদেন হয় ৭১টির।
লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন, বস্ত্র এবং ব্যাংক খাত। সর্বোচ্চ ৭৭ কোটি ৫১ লাখ টাকা (১৯ দশমিক ৩১ শতাংশ) লেনদেন করে ওষুধ ও রসায়ন খাত।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, রানার অটোস ও জেএমআই হাসপাতাল। সবচেয়ে বেশ দর হারায় রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।