নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরদিনই এ ঘটনা ঘটল।
Published : 05 Mar 2025, 03:44 PM
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মচারীরা।
সেনাসদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় রাশেদ মাকসুদ ও কমিশনের সদস্যরা কার্যালয় ছাড়ার সময় কর্মচারীরা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
তার আগে বুধবার বেলা সোয়া ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত বিএসইসির মূল ফটক বন্ধ ছিল। কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি।
সাড়ে ৩টার কিছু আগে সেনাবাহিনীর একটি দল এসে ভেতরে অবস্থান নেয়।
মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তারিক আদেশ দেয় বিএসইসি চেয়ারম্যান। তার পরদিনই এই ঘটনা ঘটল।
মূল ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা বলছেন, কিছু কর্মকর্তা প্রতিটি ফ্লোরের কাচের ফটকগুলোও বন্ধ করে দিয়েছেন। তাই এক ফ্লোরের কর্মচারিরা অন্য ফ্লোরে যেতে পারছেন না।
এ বিষয়ে জানার জন্য বিএসইসির মুখপাত্রসহ দায়িত্বশীল কয়েকজন কর্মচারীকে ফোন করলে তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
নির্বাহী পরিচালক সাইফুর রহমান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিএসইসির মুখপাত্র ছিলেন। ক্ষমতার পটপরিবর্তনের পর গত অগাস্টে তাকে অন্য বিভাগে পাঠানো হয়। সর্বশেষ নভেম্বরে তাকে করপোরেট অ্যাফেয়ার্স বিভাগে বদলি করা হয়।