বিনিয়োগকারীদের কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্ট থেকে অর্থ ঘাটতি হওয়ায় তাদের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি।
Published : 11 Sep 2024, 09:03 PM
পুঁজিবাজারের দুই ব্রোকারেজ প্রতিষ্ঠানের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
প্রতিষ্ঠান দুটি হচ্ছে ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড ও পিএফআই সিকিউরিটিজ লিমিটেড।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি বুধবার এমন সিদ্ধান্ত নিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠান দুটিতে বিনিয়োগকারীদের কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্ট এ ঘাটতি রয়েছে অর্থাৎ বিনিয়োগকারীদের অর্থ যে হিসাবে জমা রাখা হয়, সেখানে জমা করা অর্থের পুরোটা নেই।
প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিরা বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নিয়েছে। ঘাটতি অর্থ পূরণে এর আগে সময় দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
নির্দিষ্ট সময়ে ঘাটতি পূরণ না হওয়ায় বুধবার নতুন করে সময় বাড়িয়ে দেয়।
একইসঙ্গে প্রতিষ্ঠান দুটির সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে বিএসইসি।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটকেও (বেএফআইইউ) জানানো হবে।