পুনর্গঠনের পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। শেষ তিন কার্যদিবসে সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট।
Published : 21 Jan 2025, 04:44 PM
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেনের পরিমাণ বেড়ে ৫০০ কোটির কাছাকাছি পৌঁছেছে।
মঙ্গলবার বেড়েছে প্রধান সূচকও। আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ২০২।
এদিন মোট লেনদেন হয় ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আগের দিন ছিল ৪২৬ কোটি ৯২ লাখ টাকা।
ডিএসইতে সবশেষ ৫০০ কোটির বেশি লেনদেন হয় গত ১৭ নভেম্বর। এর মাঝে লেনদেন কিছুদিন ৪০০ থেকে ৫০০ কোটির ঘরে ছিল। আর বেশির ভাগ দিনই ছিল ৪০০ কোটির নিচে।
বৃহস্পতিবার সূচক পুনর্গঠন করে ডিএসই। যোগ-বিয়োগের পর ৭৩টি বৃদ্ধি পাওয়ায় ডিএসইএক্স তালিকায় কোম্পানির সংখ্যা দাঁড়ায় ৩২৬।
পুনর্গঠনের পর থেকে সূচক ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। শেষ তিন কার্যদিবসে সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট।
ডিএসইর লেনদেন তথ্য অনুযায়ী, এদিন ব্লক মার্কেটে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে ৩৫টি কোম্পানি। সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ টাকার লেনদেন করে টেলিকম খাতের কোম্পানি এডিএন।
লেনদেনে আসা ৪০১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৫৬টির। আগের দরে লেনদেন হয় ৮০টি কোম্পানির শেয়ার।
লেনদেনে শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন, বস্ত্র এবং প্রকৌশল খাতের কোম্পানিগুলো। সবচেয়ে বেশি ৯৭ কোটি টাকার শেয়ার (১৯ দশমিক ৭৯ শতাংশ) লেনদেন করে ওষুধ ও রসায়ন খাত।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে বেস্টহোল্ডিং, ইফাদ অটোস ও কপারটেক ইন্ডাস্ট্রি। বেশি দর হারায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বিআইএফসি ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।