পুঁজিবাজারে ৫ মিনিটের ‘প্রি ওপেনিং’ সেশন রোববার থেকে

আগে শেয়ার কেনাবেচার প্রস্তাব দিতে লেনদেন শুরুর পূর্বে এ সুবিধা ছিল ১৫ মিনিট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2022, 06:40 PM
Updated : 22 Sept 2022, 06:40 PM

পুঁজিবাজারের লেনদেন শুরু হওয়ার ৫ মিনিট আগে থেকে শেয়ার কেনাবেচা করার আদেশ দেওয়ার সুযোগ চালু হচ্ছে আগামী রোববার থেকে।

বৃহস্পতিবার এই ‘প্রি ওপেনিং সেশন’ পুনরায় চালুর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের ফলে সকাল ৯ টাকা ২৫ মিনিট থেকে আগাম আদেশ দিতে পারবেন বিনিয়োগকারীরা।

বিদ্যুৎ সাশ্রয়ে নতুন অফিস সূচি চালু হওয়ার পর পুঁজিবাজারের লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টা থেকে, যা চলে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। আর ১০ মিনিটের ক্লোজিং সেশন চলবে আগের মতই দুপুর ২টা পর্যন্ত।

বিএসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম এক্সচেঞ্জ কমিশনে আবার ‘প্রি-ওপেনিং’ সেশন চালু হচ্ছে।

দেশের পুঁজিবাজারে ২০২০ সালের নভেম্বরে ‘প্রি ওপেনিং’ সেশন ও ‘পোস্ট ক্লোজিং সেশন চালু করা হয়। এই পদ্ধতিতে লেনদেন শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শেয়ার কেনাবেচার প্রস্তাব দেওয়া এবং লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী (ক্লোজিং) দরে শেয়ার লেনদেন করার সুযোগ রাখা হয়। গত মে মাসে প্রি-ওপেনিং সেশন বন্ধ করে দেয়া হয়েছিল।

বাজারে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে এক শ্রেণির বিনিয়োগকারী ‘প্রি ওপেনিং’ সেশনের অপব্যবহার করছিল- এমন অভিযোগে সুবিধাটি তুলে দিয়েছিল বিএসইসি।

Also Read: পুঁজিবাজারে ‘প্রি-ওপেন সেশন’ বন্ধ হল

Also Read: ডিএসইতে প্রি ওপেনিং ও পোস্ট ক্লোজিং চালু