পুঁজিবাজারে ‘প্রি-ওপেন সেশন’ বন্ধ হল
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 06:58 PM BdST Updated: 20 May 2022 06:58 PM BdST
দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরুর আগের ১৫ মিনিটে শেয়ার কেনাবেচার প্রস্তাব দেওয়ার সুযোগ বা প্রি-ওপেন সেশন আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।
দেশের পুঁজিবাজারের টানা দরপতনের প্রেক্ষাপটে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বৃহস্পতিবার এক চিঠিতে এই নির্দেশনা দেয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বর্তমানে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শেয়ারের লেনদেন হয়।
লেনদেন শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে অর্থাৎ ৯টা ৪৫ মিনিট থেকে শেয়ার কেনাবেচার প্রস্তাব দেওয়া যায়।
অন্যদিকে লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী দরে শেয়ার লেনদেন করা যায়। এই প্রি-ওপেন সেশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলেছে বিএসইসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাত দিনে কমেছে ৬ দশমিক ৫৭ শতাংশ। এই সময়ে ৪৩৯ দশমিক ৮৪ পয়েন্ট কমে ডিএসইএক্স নেমে গেছে ১০ মাস আগের অবস্থানে।
ডিএসই সূচক বৃহস্পতিবার ৫১ দশমিক ৬৭ পয়েন্ট কমে হয়েছে ৬ হাজার ২৫৮ দশমিক ২৫ পয়েন্টে। সূচক এর চেয়ে কম ছিল গত বছরের ১২ জুলাই। সেদিন সূচক ছিল ৬ হাজার ২০৮ দশমিক ৩৯ পয়েন্ট।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৭৩ শতাংশ। এ নিয়ে গত সাত দিনে ১ হাজার ১৯৯ পয়েন্ট হারিয়েছে এ বাজার।
আরও খবর
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে